চাঁদপুর পৌরসভা নির্বাচনে ১০০ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

  • আপডেট: ০৪:২৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০
  • ০ Views

নিজস্ব প্রতিনিধি:

চলিত মাসের ২৯ তারিখ চাঁদপুর পৌরসভা নির্বাচন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা। রোববার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত এ বাছাই কার্যক্রম চলে।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা  মো. হেলাল উদ্দিন জানান, এতে মোট ১০০ প্রার্থীর মধ্যে কাউন্সিলর পদে মাত্র একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। এতে বৈধতা পেয়েছে তিন মেয়রসহ ১০০ প্রার্থী।

বাতিল হওয়া কাউন্সিলর প্রার্থী হলেন-পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মো. শাহআলম। তার মনোনয়নপত্রের সঙ্গে জমা দেয়া অন্যান্য কাগজপত্রে গরমিল থাকায় বাছাইতে তা বাদ পড়ে।

এদিকে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. জিল্লুর রহমান, বিএনপির মনোনীত মো. সফিকুর রহমান ভূঁইয়া এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী বেলাল হোসেনসহ ৮০ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর এবং ১৮ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা মো. হেলাল উদ্দিন।

নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৮ মার্চ প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার, ৯ মার্চ প্রতীক বরাদ্দ এবং ২৯ মার্চ চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডের ৫২টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে।

Tag :
সর্বাধিক পঠিত

নেতানিয়াহু সেনাদের গাজায় যুদ্ধাপরাধ করতে পাঠাচ্ছেন: ইসরাইলের সাবেক সেনাপ্রধান

চাঁদপুর পৌরসভা নির্বাচনে ১০০ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

আপডেট: ০৪:২৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০

নিজস্ব প্রতিনিধি:

চলিত মাসের ২৯ তারিখ চাঁদপুর পৌরসভা নির্বাচন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা। রোববার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত এ বাছাই কার্যক্রম চলে।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা  মো. হেলাল উদ্দিন জানান, এতে মোট ১০০ প্রার্থীর মধ্যে কাউন্সিলর পদে মাত্র একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। এতে বৈধতা পেয়েছে তিন মেয়রসহ ১০০ প্রার্থী।

বাতিল হওয়া কাউন্সিলর প্রার্থী হলেন-পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মো. শাহআলম। তার মনোনয়নপত্রের সঙ্গে জমা দেয়া অন্যান্য কাগজপত্রে গরমিল থাকায় বাছাইতে তা বাদ পড়ে।

এদিকে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. জিল্লুর রহমান, বিএনপির মনোনীত মো. সফিকুর রহমান ভূঁইয়া এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী বেলাল হোসেনসহ ৮০ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর এবং ১৮ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা মো. হেলাল উদ্দিন।

নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৮ মার্চ প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার, ৯ মার্চ প্রতীক বরাদ্দ এবং ২৯ মার্চ চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডের ৫২টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে।