কচুয়া প্রতিনিধিঃ
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী কাদলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. ছালেহ আহমদের অবসর গ্রহন উপলক্ষ্যে বিদায়ী সংবর্ধণা অনুষ্ঠান করা হয়েছে। গতকাল শনিবার সকালে মাদ্রাসার মিলনায়তনে মাদ্রাসার গভর্নিং বডির সদস্য ও শিক্ষকদের আয়োজনে বিদায়ী উপলক্ষে আলোচনা সভা সংবর্ধণা অনুষ্ঠান হয়।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু তাহের এর সভাপতিত্বে ও আরবী প্রভাষক মো. আমিনুল হক মীরের পরিচালনায় সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও কচুয়া বাজার বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মো. মজিবুর রহমান।
মাদ্রাসার অধ্যক্ষ বিদায় উপলক্ষে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা গোলাম রাব্বানী , শিক্ষক জাহাঙ্গীর হোসেন, সাবেক সহকারী অধ্যাপক আব্দুর রহিন মিয়া প্রমুখ।
বিদায় ও আলোচনা সভায় বিদায়ী অধ্যক্ষ মাওলানা ছালেহ আহমদ মাদ্রাসার সার্বিক উন্নয়ন কথা তুলে ধরেন। এছাড়াও তিনি অবসর পরবর্তী মাদ্রাসার সার্বিক উন্নয়নের জন্য ভবিষ্যতে ও সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মাদ্রাসার অধ্যক্ষ ২০০৫ সালের ১লা মার্চ যোগদান করে ১৫ বছর অত্র প্রতিষ্ঠানে কর্মময় জীবন হতে ২৯ ফেব্রুয়ারি -২০২০ অবসর গ্রহন করেন। তিনি থাকাকালে মাদ্রাসা শিক্ষা ও বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করেন। তিনি সু-শিক্ষা প্রদান করায় হাজার হাজার শিক্ষার্থীরা এ বিদ্যাপীঠে পড়া লেখা করে উচ্চ পদস্থ স্থান অর্জন করে সুনাম অর্জন করছেন।
শিরোনাম:
কচুয়ায় কাদলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষের বিদায় সংবর্ধনা
Tag :
সর্বাধিক পঠিত