আতাউল করিম:
আত্ব সামাজিকতায় মানুষ এখনও স্বাভলম্বি হয়ে উঠতে পারেনি। সামজিক, রাজনৈতিক, বিচ্ছিন্নতা ও ক্ষমতাহীনতা, শারিরীক দুর্বলতা, অক্ষমতা, কর্মহীন জীবন যাপন ও অলসতায় মানুষের দারিদ্রতার মূল কারন, দারিদ্র চক্রের দুষ্টচক্রে আবদ্ব হয়ে পড়েছে মানুষের একটি অংশ। এদের সচেতন করে গড়ে তুলতে হবে, প্রয়োজনে কর্মমুখী করার জন্য আর্থিক সাহায্য প্রদান করা হলে দারিদ্রতার তালিকা শুন্যের কোঠায় দাড়াবে।
প্রয়োজন নিজেদের মধ্যে সক্ষমতা বৃদ্বি। রাষ্ট কিংবা সরকার দিবে, এ বলে ঘরে বসে থাকলে নিজের পায়ে নিজে কুড়াল মারা হবে। সমাজের বিত্তশালীরা এগিয়ে এসে দরিদ্রদের দারিদ্রতা মুছে ফেলতে পারে।
গত (২৭ ফেব্রুয়ারী) বৃহস্প্রতিবার সকালে কচুয়া উপজেলার ১০ নং উত্তর গোহট ইউনিয়নের বুরগী হাজী বাড়ির প্রাঙ্গনে হত দরিদ্র মানুষের আর্থিক ও সামাজিক উন্নয়নের লক্ষে ’মুক্তি” কর্মসুচির অবহিত করন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাজাহান শিশির উপরোক্ত কথা গুলো বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ।
এ ছাড়া হাসিমপুর ড.মনসুরউদ্দিন মহিলা কলেজের অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আবুল হোসেন, ইউনিয়ন চেয়ারম্যান হাজী আব্দুল হাই মুন্সি, বুরগী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তাজুল ইসলাম, প্রধান শিক্ষক মো. মাহবুব আলম, রহিমানগর বাজারে অবস্থিত বেসিক ডায়াগনিষ্টের পরিচালক ডাঃ আব্দুল কাদের, দুলাল প্রধান, উপজেলা যুবলীগের সহসভাপতি মো. সাঈদ মোরশেদ, ইশরাক খন্দকারসহ অনেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সাবেক যুগ্ম সচিব সংগঠনের প্রতিষ্ঠাতা মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে আইনগিরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সরকারী শিক্ষক মো. জামাল হোসেনের পরিচালনায় ইউনিয়নের ১৩ টি গ্রামের অধিবাসিদের মধ্যে অতি দারিদ্র সীমার নীচে অবস্থানকারীদের নিয়ে অবহিত করন সভাটি অনষ্ঠিত হয়েছে। সার্বিক ব্যবস্থাপনায় বন্ধন রক্তদান কর্মসুচি, নুরপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশন, পালগিরী স্টুডেন্ট ক্লাব, আইনগিরী সমাজ কল্যাণ ফাউন্ডেশন ও বুরগী প্রফেসর সৈয়দা নুরুন্নাহার নিশু স্মৃতিঘর ট্রাস্ট।