ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া ॥
অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসা আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। গত শুক্রবার প্রথম প্রহরে সম্মিলিত ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত এরমধ্যে দিয়ে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় মাদ্রাসার অধ্যক্ষ এএসএম ফখরুদ্দিন বলেন, ‘মাতৃভাষা আন্দোলন আমাদের স্বাধিকারের প্রথম আন্দোলন। এ আন্দোলনই স্বাধীনতার পথ দেখিয়েছে। বায়ান্নর ভাষা আন্দোলন বাঙালিদের শিখিয়েছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উচু করে দাঁড়াতে হয়। তিনি মাদ্রাসার শিক্ষার্থীদের বাংলা ভাষা নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করারও আহ্বান জানান।
এসময় মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. মিজানুর রহমান, প্রধান মহাদিস মাও. নুরুজ্জামান, সহকারী অধ্যাপক মাওলানা মো. দেলোয়ার হোসেন, বাংলা প্রভাষক আশ্রাফুল আলমসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে আলোচনা শেষে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে বিভিন্ন কুইজ প্রতিযোগিতা অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
শিরোনাম:
কচুয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপলক্ষে নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসায় আলোচনা সভা
Tag :
সর্বাধিক পঠিত