জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী হিসেবে রাহুল গুহ যোগদান করেছেন। তিনি চট্রগ্রামের সন্তান। ইতিপূর্বে তিনি চট্রগ্রাম গণপূর্ত বিভাগ-১ এর উপ-বিভাগীয় প্রকৌশলী হিসেবে সুনামের সাথে কর্মরত ছিলেন।
পদন্নোতি পেয়ে তিনি ১৭ ফেব্রুয়ারী সোমবার নতুন কর্মস্থল ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব বুঝে নেন। সদ্য যোগদানকৃত নির্বাহী প্রকৌশলী রাহুল গুহ কে বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বুধবার বিকেলে ঝিনাইদহ বাস-মিনিবাস মালিক সমিতির সদস্য,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ঠিকাদার আবু সাইদ বিশ্বাস তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় বিভন্ন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।