স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে ফেন্সিডিল সহ স্বামী-স্ত্রী আটক হয়েছে। সোমবার রাত ৯ টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের ইশ্বরবা নামক স্থানের সাদিয়া ফিলিং ষ্টেশনের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী কামাল হোসেন (৩৮) ও তার স্ত্রী ববিতা খাতুন (৩২) কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৪’শ মিলি লিটার তরল ফেন্সিডিল এবং ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক কামাল হোসেন উপজেলার বুজরুক মুন্দিয়া গ্রামের আব্দুল হাকিম উদ্দিনের ছেলে। আটককৃত কামাল একটি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী। দে দীর্ঘদিন পালিয়ে থেকে মাদক ব্যবসা করে আসছিল। কালীগঞ্জ অফিসার ইন-চার্জ মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে পুলিশ অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাদের আটক করে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
শিরোনাম:
কালীগঞ্জ কালীগঞ্জ থানা পুলিশের সফল অভিযানে মাদক সহ স্বামী-স্ত্রী আটক
Tag :
সর্বাধিক পঠিত