রাজীব চন্দ্র শীল ঃ
গতকাল ১৬ই ফেব্রুয়ারী রোজ রবিবার বিকাল ৪ ঘটিকায় শাহরাস্তী উপজেলায় গীতা স্কুল পরিচালনা পরিষদের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হলো।কার্তিক চন্দ্র পালের সঞ্চালনায় শাহরাস্তী উপজেলার কালীবাড়ির নিকটবর্তী গোপাল জিউ আখড়ায় মিটিংয়ের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।কমিটি গঠন করার পূর্বে আগত সারথীদের মতামত ব্যাক্ত করা হয়।গীতা স্কুল পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সাংবাদিক ও মানবাধিকার কর্মী রাজীব চন্দ্র শীল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্তিক চন্দ্র পালকে আহ্বায়ক ও দেবাশীষ ঘোষ আপনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।কমিটির অন্যান্য সদস্যরা হলেন,যুগ্ম আহ্বায়ক সুমন বিশ্বাস,আকাশ বিশ্বাস,বাসুদেব দাস,পিংকু চন্দ্র দে,অর্নব দে শাওন,রাজু ঋষি,বাসুদেব পাল,সজীব দেবনাথ,রিদয় সূএধর(অজিত),রতন সূএধর,জয় সূএধর,মিঠুন ঘোষ, প্রতাব ঘোষ, শুভ মজুমদার,আকাশ দাস,আহ্বায়ক কমিটির কার্যকরী সদস্যরা হলেন সুদেব ঋষি,অনিক দাস,রাজিব সূএধর,সুব্রত ঘোষ,অপু চক্রবর্তী,রিপন পাল,স্বপন পাল,যতন ঋষি,রিদয় পাল প্রমুখ।সংগঠনের প্রতিষ্ঠাতা রাজীব চন্দ্র শীল গীতা স্কুল পরিচালনা পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সকলকে অবগত করেন এবং সেই লক্ষ্য নিয়ে শাহরাস্তীতে হিন্দু সমাজের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।