কচুয়ায় শক্রুতার জেরে মুরগীর বাচ্চা নিধনের অভিযোগ

  • আপডেট: ১০:২২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
  • ৪০

আতাউল করিম:
কচুয়া পৌরসভার কান্দার পাড় এলাকায় শংকর পল্টি মুরগী ফার্মের ৩৫টি মুরগীর বাচ্চা নিধনের অভিযোগ উঠেছে। এ পল্টি ফার্মে বর্তমানে ১ হাজার মুরগীর বাচ্চা রয়েছে। যাদের বয়স মাত্র ৮ দিন।

পল্টি ফার্মের স্বত্বাধিকারী (মালিক) শংকর বাবু জানায় ১২ ফেব্রুয়ারী বুধবার সকালে ঘুম থেকে উঠে দেখি ফার্মের দক্ষিন পাশের বেড়ার বিশাল ছিদ্র। পরে ভিতরে ঢুকে গিয়ে দেখি অনেক গুলো বাচ্চা মরে আছে এবং আরো অনেক গুলো কাঁপতেছে। দ্রুত অভিজ্ঞদের খবর দেই। তারা এসে মুরগীর বাচ্চা’র ট্যাম্পাসার মেপে বলে অতিরিক্ত ঠান্ডা লাগায় নিমুনিয়ায় মুরগীর বাচ্চার মৃত্যু ঘটে। তিনি আরো বলেন মঙ্গলবার রাত ১২ টার দিকে ফার্মের পরিচর্যা করে ঘুমাতে যাই। কে বা কারা গভীর রাতে চার দিকে পলিথিন দিয়ে দেয়া বেড়ার দক্ষিন পাশের পলিথিন শক্রুতামুলক ৮/১০ ফুট কেটে দেয়। যারফলে কুয়াশা ঢুকে মুরগীর বাচ্চা’র গায়ে ঠান্ডা লেগে যায়। এ ঠান্ডা থেকে মুরগীর বাচ্চা’র নিমুনিয়ার সৃষ্ঠি হয়। অতিরিক্ত ট্যাম্পাসারের কারনে তাৎক্ষণিক ৩৫টি বাচ্চা মরে যায় এবং আরো শতাধিক বাচ্চা’র অবস্থা আশংকা জনক। এ ঘটনা ফার্মের মালিক শংকর বাবু বাড়ির ও আশে পাশের লোকজনকে দেখিয়েছে বলে আমাদের প্রতিনিধিকে জানায়।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

কচুয়ায় শক্রুতার জেরে মুরগীর বাচ্চা নিধনের অভিযোগ

আপডেট: ১০:২২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০

আতাউল করিম:
কচুয়া পৌরসভার কান্দার পাড় এলাকায় শংকর পল্টি মুরগী ফার্মের ৩৫টি মুরগীর বাচ্চা নিধনের অভিযোগ উঠেছে। এ পল্টি ফার্মে বর্তমানে ১ হাজার মুরগীর বাচ্চা রয়েছে। যাদের বয়স মাত্র ৮ দিন।

পল্টি ফার্মের স্বত্বাধিকারী (মালিক) শংকর বাবু জানায় ১২ ফেব্রুয়ারী বুধবার সকালে ঘুম থেকে উঠে দেখি ফার্মের দক্ষিন পাশের বেড়ার বিশাল ছিদ্র। পরে ভিতরে ঢুকে গিয়ে দেখি অনেক গুলো বাচ্চা মরে আছে এবং আরো অনেক গুলো কাঁপতেছে। দ্রুত অভিজ্ঞদের খবর দেই। তারা এসে মুরগীর বাচ্চা’র ট্যাম্পাসার মেপে বলে অতিরিক্ত ঠান্ডা লাগায় নিমুনিয়ায় মুরগীর বাচ্চার মৃত্যু ঘটে। তিনি আরো বলেন মঙ্গলবার রাত ১২ টার দিকে ফার্মের পরিচর্যা করে ঘুমাতে যাই। কে বা কারা গভীর রাতে চার দিকে পলিথিন দিয়ে দেয়া বেড়ার দক্ষিন পাশের পলিথিন শক্রুতামুলক ৮/১০ ফুট কেটে দেয়। যারফলে কুয়াশা ঢুকে মুরগীর বাচ্চা’র গায়ে ঠান্ডা লেগে যায়। এ ঠান্ডা থেকে মুরগীর বাচ্চা’র নিমুনিয়ার সৃষ্ঠি হয়। অতিরিক্ত ট্যাম্পাসারের কারনে তাৎক্ষণিক ৩৫টি বাচ্চা মরে যায় এবং আরো শতাধিক বাচ্চা’র অবস্থা আশংকা জনক। এ ঘটনা ফার্মের মালিক শংকর বাবু বাড়ির ও আশে পাশের লোকজনকে দেখিয়েছে বলে আমাদের প্রতিনিধিকে জানায়।