ইসমাইল হোসেন বিপ্লব॥
কচুয়ার দক্ষিন মাঝিগাছা মোড়ে বুধবার মধ্যরাতে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ছাঁই হয়েছে। এতে প্রায় ২০লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবী করছে। অগ্নিকান্ডে জহির সরকারের পল্ট্রি ফার্ম, কীটনাশক ও ঔষধের দোকান, মিলন কর্মকারের সেলুন ও কামাল হোসেনের মুদি দেকানসহ ৫টি দোকান পুড়ে যায়।
খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিস ষ্টেশনের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্থানীয় লোকজনের সহায়তা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ততক্ষণে ৫টি দোকান পুড়ে যায়, তবে অগ্নিকান্ডের প্রকৃত কারণ কেউ জানাতে পারেনি। এদিকে ভয়াবহ অগ্নিকান্ডে মাঝিগাছা দক্ষিন মোড়ে বাজারে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ সহায়তা নিয়ে ক্রয়কৃত তাদের মালামাল ও পুজি হারিয়ে পথে বসার উপক্রম হয়ে পড়েছে।
শিরোনাম:
কচুয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ছাঁই
Tag :
সর্বাধিক পঠিত