মতলব প্রতিনিধি:
ব্রীজের গোড়া ভরাটের কাজটি ঠিকাদার প্রতিষ্ঠানের করার কথা হলেও বাস্তবে তা না করে কর্মসূচীর বরাদ্ধের সঠিক ব্যাবহার না করে ব্রীজের গোড়া ভরাটের অভিযোগ উঠেছে উপাদি দক্ষিণ ইউনিয়নের ওয়ার্ড মেম্বার মফিজুল ইসলাম বাবুর বিরুদ্ধে।
সরেজমিনে জানাযায়, মতলব দক্ষিণ উপজেলার উপাদি দক্ষিণ ইউনিয়নের তালুকদার বাড়ির ব্রীজ থেকে লেজাকান্দি অংশ পর্যন্ত চলতি অর্থবছরে চল্লিশ দিনের কর্মসূচীর বরাদ্ধ পায় ওয়ার্ড মেম্বার মফিজুল ইসলাম বাবু। কিন্তু বরাদ্ধ অনুযায়ী রাস্তার কোন কাজ না করে গত বছর তৈরি হওয়া তালুকদার বাড়ির ব্রীজের দুই পাশের খালি অংশে মাটি ভরাট করে কর্মসূচীর বরাদ্ধ দিয়ে। আর এ নিয়ে ঐ এলাকার সচেতন মহলে চলছে নানা রকম গুঞ্জন।
কর্মসূচীর বরাদ্ধ কেন ব্রীজের গোড়া ভরাটে ব্যবহার করা হলো জানতে চাইলে ওয়ার্ড মেম্বার মফিজুল ইসলাম বাবু জানায়, ভাই এখানে আমি নামে মাত্র যা-কিছু হয়েছে সবই চেয়ারম্যান সাহেবে কথায়। আপনারা চেয়ারম্যনের সাথে কথা বলেন।
উপজেলা উপসহকারী প্রকৌশলী কামরুল ইসলাম বলেন, এ রাস্তার কাজটি অগ্রিম করেছে চেয়ানম্যান তাই কর্মসূচীর বরাদ্ধটি ওই স্থানে বাস্তবায়ন করেছেন তারা।