নিজস্ব প্রতিবেদক:
ভোলার ৩ মাদরাসা পরীক্ষা কেন্দ্রে অসুদাপায় অবলম্বনের দায়ে ১৩৪জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এসব শিক্ষার্থী জেলার চরফ্যাশন উপজেলার দাখিল পরীক্ষার ৩টি কেন্দ্রে ইংরেজি প্রথমপত্রে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে।
বৃহস্পতিবার পরীক্ষা চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন দক্ষিণ আইচা থানা রাব্বানিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ৫ জন, শশিভূষণ এ মালেক দাখিল মাদ্রাসার কেন্দ্রে ৫ জনকে এই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
একই দিনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেদওয়ান ইসলাম দুলারহাট থানার নুরাবাদ হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার কেন্দ্রে প্রশ্নের উপর উত্তর লেখা ছিল এমন অভিযোগে ১২৪ জন শিক্ষার্থীকে একদিনের জন্য বহিষ্কার করা হয়েছে।
এই শিক্ষার্থীরা ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা দিতে পারবে বলে কেন্দ্র সচিব জানিয়েছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেদওয়ান ইসলাম জানান, বহিস্কৃত এসব শিক্ষার্থীর প্রশ্নপত্রে উত্তরপত্র লেখা ছিল। তাই তাদেরকে বহিস্কার করা হয়েছে।