সজীব খান:
চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষিপুর মডেল ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তার নিতাই চন্দ্র দের অবসর জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় লক্ষিপুর মডেল ইউপি চেয়ারম্যানের মোঃ সেলিম খানের আয়োজনে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
যুবলীগ নেতা আবদুল কাদির খানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লক্ষিপুর ইউনিয়নের বিদায়ী ভূমি সহকারী কর্মকর্তার নিতাই চন্দ্র দে, নবাগত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নজরুল ইসলাম, মাহমুদা বেগম, লক্ষিপুর ইউপি সচিব আলমগীর সর্দার, হানারচর ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইমাম হোসেন, লক্ষিপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক শাহীন পাটওয়ারী, আজিজ খান, বিল্লাল হোসেন খান প্রমুখ।
এ সময় বিদায়ী ভূমি সহকারী কর্মকর্তার নিতাই চন্দ্র দে আবেগ আপ্লুত হয়ে আগামী দিনগুলো যাতে ভাল ভাবে কাটাতে পারে সেজন্য তিনি সকলের দোয়া ছেয়েছেন।