আশুলিয়া জঙ্গি অভিযানে নব্য জেএমবি নারী সদস্য আটক

  • আপডেট: ০৪:৩৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০
  • ২৭

অনলাইন ডেস্ক:

ঢাকার অদূরে অবস্থিত আশুলিয়ার গকুলনগর এলাকায় জঙ্গিদের আস্তানা সন্দেহে দুই তলা বিশিষ্ট একটি বাড়ি ঘিরে রেখে প্রায় তিন ঘণ্টা অভিযান শেষে নব্য জেএমবির এক নারী সদস্যকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আশুলিয়ার পাথরিয়া ইউনিয়নের গকুল গ্রামের সৌদি প্রবাসী আক্তার হোসেনের বাড়ি থেকে নব্য জেএমবির নারী সদস্য শায়লা শারমিন নামের একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত নারী জাবির ৪৬তম ব্যাচের শিক্ষার্থী তানভিরের স্ত্রী। এ ঘটনায় তানভীর পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্যও অভিযান চলবে বলে জানায় পুলিশ।

অভিযান শেষে ঢাকার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, ঘটনাস্থল থেকে পেট্রল বোমা, ছুরি, স্ক্রু-ডাইভার ও খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে দূর থেকে সংক্রীয়ভাবে আঘাত হানার জন্য কিছু অত্যাধানিক সরঞ্জাম উদ্ধার করা হয়। এসব সরঞ্জাম দিয়ে দূর থেকে আঘাত করা যায়। তবে তাদের নাশকতার কোনো পরিকল্পনা ছিল কীনা সেই বিষয়টি তদন্তের পর বলা যাবে বলেও তিনি জানান।

পুলিশ সুপার আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এখানে অভিযান চালানো হয়।

এর আগে সোমবার সন্ধ্যার পর থেকেই আশুলিয়ার গকুলনগর বাজারের পাশে সৌদি প্রবাসী আক্তার হোসেনের বাড়ি ঘেরাও করে রাখে পুলিশ। পরে পুলিশের একাধিক সদস্য ঘটনাস্থলে পৌঁছানোর পর ওই বাড়িতে প্রবেশ করে নব্য জেএমবির সদস্যকে আটক করে ও বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে।

এ ব্যাপারে স্থানীয় ধামসোনা ইউনিয়নের গকুল নগর এলাকার শারজাহান বলেন, এক থেকে দেড় মাস আগে বাড়িটি ভাড়া দেয়া হয়েছে। বাড়ির মালিক সৌদিতে থাকেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

আশুলিয়া জঙ্গি অভিযানে নব্য জেএমবি নারী সদস্য আটক

আপডেট: ০৪:৩৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০

অনলাইন ডেস্ক:

ঢাকার অদূরে অবস্থিত আশুলিয়ার গকুলনগর এলাকায় জঙ্গিদের আস্তানা সন্দেহে দুই তলা বিশিষ্ট একটি বাড়ি ঘিরে রেখে প্রায় তিন ঘণ্টা অভিযান শেষে নব্য জেএমবির এক নারী সদস্যকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আশুলিয়ার পাথরিয়া ইউনিয়নের গকুল গ্রামের সৌদি প্রবাসী আক্তার হোসেনের বাড়ি থেকে নব্য জেএমবির নারী সদস্য শায়লা শারমিন নামের একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত নারী জাবির ৪৬তম ব্যাচের শিক্ষার্থী তানভিরের স্ত্রী। এ ঘটনায় তানভীর পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্যও অভিযান চলবে বলে জানায় পুলিশ।

অভিযান শেষে ঢাকার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, ঘটনাস্থল থেকে পেট্রল বোমা, ছুরি, স্ক্রু-ডাইভার ও খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে দূর থেকে সংক্রীয়ভাবে আঘাত হানার জন্য কিছু অত্যাধানিক সরঞ্জাম উদ্ধার করা হয়। এসব সরঞ্জাম দিয়ে দূর থেকে আঘাত করা যায়। তবে তাদের নাশকতার কোনো পরিকল্পনা ছিল কীনা সেই বিষয়টি তদন্তের পর বলা যাবে বলেও তিনি জানান।

পুলিশ সুপার আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এখানে অভিযান চালানো হয়।

এর আগে সোমবার সন্ধ্যার পর থেকেই আশুলিয়ার গকুলনগর বাজারের পাশে সৌদি প্রবাসী আক্তার হোসেনের বাড়ি ঘেরাও করে রাখে পুলিশ। পরে পুলিশের একাধিক সদস্য ঘটনাস্থলে পৌঁছানোর পর ওই বাড়িতে প্রবেশ করে নব্য জেএমবির সদস্যকে আটক করে ও বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে।

এ ব্যাপারে স্থানীয় ধামসোনা ইউনিয়নের গকুল নগর এলাকার শারজাহান বলেন, এক থেকে দেড় মাস আগে বাড়িটি ভাড়া দেয়া হয়েছে। বাড়ির মালিক সৌদিতে থাকেন।