নিজস্ব প্রতিনিধি॥
চাঁদপুর শহরের নিউ ট্রাকরোড মস্তানবাড়ী এলাকায় কোস্টগার্ড টহল সদস্যরা অভিযান চালিয়ে অভিজাত ব্র্যান্ডের নকল পন্য তৈরী কারখানর সন্ধান, বিপুল পরিমান পলিথিনসহ মালামাল জব্দ ও ১জনকে আটক করেছেন।
শুক্রবার দুপুর ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনা করেন।
কোস্টগার্ড সদস্যরা জানিয়েছেন, দীর্ঘদিন ওই মোস্তান বাড়ী সংলগ্ন মনসুর মোস্তানের বাড়ীতে ভাড়াটিয়া জনৈক মোতালেব অভিজাত ব্র্যান্ডের চাপাতার প্যাকেট, গ্যাঞ্জির লেবেল লাগিয়ে বাজারজাত করতেন। অভিযানকালে ওই বাসার একটি গোডাউন থেকে ৭৫বস্তা চা পাতা ও পলিথিন, দুই বস্তা সাদা গেঞ্জি জব্দ করেন। একই সময় ওই গোডান থেকে দু’টি ওজন মাপার যন্ত্র, ১টি প্যাকেজিং মেশিন, মেয়াদ উর্ত্তীনের সীল মেশিন জব্দ করা হয়।
চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুল্লাহ আল মাহমুদ জামান জানিয়েছেন, নকল পন্য কারখানার মালিক মোতালেব অভিযানের টের পেয়ে পরিববারের সদস্যদের নিয়ে পালিয়ে যায়। পরে ওই বাড়ীর মালিকের বোন মাকছুদাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। বিষয়টি তদন্ত করে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে।