মতলব প্রতিনিধি:
মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল ৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে জেলা তথ্য অফিস ও ইউনিসেফের আয়োজনে জন্মনিবন্ধন উদ্বুদ্ধকরণ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব আনসার আলী।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী সচিব সাইফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমিন, নারী ভাইস চেয়ারম্যান ফেরদৌস বেগম রুনু, মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মতলব থানার অফিসার্স ইনচার্জ স্বপন কুমার আইচ। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ নুরুল হক।
এসময় রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের মোয়াজ্জিন মোঃ মোজাম্মেল হক ও গীতা পাঠ করেন বোয়ালিয়া সপ্রাবির সহকারি শিক্ষক অশ্বিন কৃষ্ণ হাওলাদার।