মতলবে পাশের হার জেএসসি’তে ৯০.৭০ ও জেডিসি’তে ৯৪.৬৩

  • আপডেট: ০৪:৫৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০
  • ৪৪

সফিকুল ইসলাম রিংকু :

  মতলব দক্ষিণ উপজেলায় অস্টম শ্রেণির জে.এস.সি ও জে.ডি.সি পরীক্ষার ফলাফল সন্তোষজরক হয়েছে। জে.এস.সি’তে ৩০ টি বিদ্যালয়ের ৩ হাজার ৩শ ৯০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩ হাজার ৭৫ জন। গড় পাসের হার ৯০.৭০%। জি.পি.এ- ৫ পেয়েছে ৯৪ জন। জে.ডি.সি পরীক্ষায় ১৬ টি মাদ্রাসার ৮শ ২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭শ ৫৯ জন। গড় পাসের হার ৯৪.৬৩%। জি.পি.এ- ৫ পেয়েছে ৩ জন। ৪৬ টি স্কুল ও মাদ্রাসার মধ্যে শতভাগ পাস করেছে ১১ টি। তন্মোধ্যে ৮ টি স্কুল ও ৩ টি মাদ্রাসা।

জে.এস.সি’তে কাচিয়ারা উচ্চ বিদ্যালয়ে ৫৬ জন পরীক্ষা দিয়ে সকলেই পাশ করেছে। তন্মোধ্যে জি.পি.এ- ৫ পেয়েছে ৮ জন। মতলব জে.বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ২২১ জনের মধ্যে পাস করেছে ২১৬ জন। তন্মোধ্যে জি.পি.এ- ৫ পেয়েছে ২৩ জন। গড় পাসের হার ৯৭.৭৪%। বরদিয়া কাজী সুলতান আহম্মেদ উচ্চ বিদ্যালয়ে ১১১ জনের মধ্যে পাস করেছে ৯০ জন, পাসের হার ৮১.০৮%। মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ে ২৬৮ জনের মধ্যে পাস করেছে ২২৮ জন, গড় পাসের হার ৮৫.০৭%। কাচিয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩৮ জন পরীক্ষা দিয়ে সকলেই পাশ করেছে এবং জি.পি.এ- ৫ পেয়েছে ১ জন। মতল%E

Tag :
সর্বাধিক পঠিত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য মোতাহার হোসেন পাটোয়ারী’র সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম

মতলবে পাশের হার জেএসসি’তে ৯০.৭০ ও জেডিসি’তে ৯৪.৬৩

আপডেট: ০৪:৫৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০

সফিকুল ইসলাম রিংকু :

  মতলব দক্ষিণ উপজেলায় অস্টম শ্রেণির জে.এস.সি ও জে.ডি.সি পরীক্ষার ফলাফল সন্তোষজরক হয়েছে। জে.এস.সি’তে ৩০ টি বিদ্যালয়ের ৩ হাজার ৩শ ৯০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩ হাজার ৭৫ জন। গড় পাসের হার ৯০.৭০%। জি.পি.এ- ৫ পেয়েছে ৯৪ জন। জে.ডি.সি পরীক্ষায় ১৬ টি মাদ্রাসার ৮শ ২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭শ ৫৯ জন। গড় পাসের হার ৯৪.৬৩%। জি.পি.এ- ৫ পেয়েছে ৩ জন। ৪৬ টি স্কুল ও মাদ্রাসার মধ্যে শতভাগ পাস করেছে ১১ টি। তন্মোধ্যে ৮ টি স্কুল ও ৩ টি মাদ্রাসা।

জে.এস.সি’তে কাচিয়ারা উচ্চ বিদ্যালয়ে ৫৬ জন পরীক্ষা দিয়ে সকলেই পাশ করেছে। তন্মোধ্যে জি.পি.এ- ৫ পেয়েছে ৮ জন। মতলব জে.বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ২২১ জনের মধ্যে পাস করেছে ২১৬ জন। তন্মোধ্যে জি.পি.এ- ৫ পেয়েছে ২৩ জন। গড় পাসের হার ৯৭.৭৪%। বরদিয়া কাজী সুলতান আহম্মেদ উচ্চ বিদ্যালয়ে ১১১ জনের মধ্যে পাস করেছে ৯০ জন, পাসের হার ৮১.০৮%। মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ে ২৬৮ জনের মধ্যে পাস করেছে ২২৮ জন, গড় পাসের হার ৮৫.০৭%। কাচিয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩৮ জন পরীক্ষা দিয়ে সকলেই পাশ করেছে এবং জি.পি.এ- ৫ পেয়েছে ১ জন। মতল%E