অনলাইন ডেস্কঃ
সদ্য প্রকাশিত প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় হাজীগঞ্জ উপজেলায় সর্বমোট জিপিএ-৫ পেয়েছে ৫শ’ ১০ জন শিক্ষার্থী। মোট পাসের হার ৯২.৯৮ ভাগ। এবার উপজেলা থেকে ৫ হাজার ৯শ’ ৫৮ জন অংশগ্রহণ করে পাস করেছে ৫ হাজার ৫শ’ ৪০ জন। এর মধ্যে বালক ১শ’ ৫৮ আর বালিকা ৩শ’ ৫২ জন জিপিএ-৫ পেয়েছে। ‘এ’ পেয়েছে বালক ৭শ’ ৬৬ ও বালিকা ১ হাজার ১শ’ ৫০ জন।
উপজেলায় ডিআরভুক্ত সর্বমোট ছাত্র-ছাত্রী সংখ্যা ৬ হাজার ১শ’ ১৮ জন। এর মধ্যে বালক ২ হাজার ৬শ’ ৫৩ ও বালিকা ৩ হাজার ৪শ’ ৬৫ জন। এর মধ্যে সকল বিষয়ে অংশগ্রহণ করে ৫ হাজার ৯শ’ ৫৮ জন। এরমধ্যে বালক ২ হাজার ৫শ’ ৫৩ ও বালিকা ৩ হাজার ৪শ’ ৫ জন। পাস করেছে ৫ হাজার ৫শ’ ৪০ জন। এরমধ্যে বালক ২ হাজার ৩শ’ ৫৭ ও বালিকা ৩ হাজার ১শ’ ৮৩ জন।