ঢাকা সিটি নির্বাচনে নৌকার মাঝি উত্তরে আতিক দক্ষিণে তাপস

  • আপডেট: ১০:১১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯
  • ৩৩

অনলাইন ডেস্ক

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকার মাঝি হিসেবে মনোনয়ন পেয়েছেন যথাক্রমে সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস ও বর্তমান মেয়র আতিকুল ইসলাম। দক্ষিণের বর্তমান মেয়র সাঈদ খোকন মনোনয়ন দৌঁড়ে ছিটকে পড়েছেন।

বেশ কয়েকটি বিষয় বিবেচনায় নিয়ে তাপস ও আতিকের প্রতি দল আস্থা রেখেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।

তাপস ও মেয়র আতিককে প্রার্থী করার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘পপুলার ও উইনেবল প্রার্থীকেই আওয়ামী লীগ বেছে নিয়েছে। জনগণের কাছে প্রার্থীর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তাকে বিবেচনায় নেয়া হয়েছে। কোন প্রার্থী নির্বাচনে জেতার উপযোগী, সেটি বিবেচনায় নেয়া হয়েছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘মনোনয়ন বোর্ডে যারা ছিলেন, তারা প্রার্থীর জনপ্রিয়তার বিষয়টি দেখেছেন। প্রার্থীর গ্রহণযোগ্যতার দিক বিবেচনায় নিয়েছেন। মনোনয়ন বোর্ডের সবার সম্মতিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন। এটা নিয়ে বেশি কিছু বলার নেই।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ওবায়দুল কাদের। প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে দলের বিবেচনার বিষয়গুলো তুলে ধরেন তিনি।

আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণে ভোটগ্রহণ হবে। ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। বিএনপি এই দুই সিটিতে প্রার্থী করেছে যথাক্রমে তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনকে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

ঢাকা সিটি নির্বাচনে নৌকার মাঝি উত্তরে আতিক দক্ষিণে তাপস

আপডেট: ১০:১১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯

অনলাইন ডেস্ক

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকার মাঝি হিসেবে মনোনয়ন পেয়েছেন যথাক্রমে সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস ও বর্তমান মেয়র আতিকুল ইসলাম। দক্ষিণের বর্তমান মেয়র সাঈদ খোকন মনোনয়ন দৌঁড়ে ছিটকে পড়েছেন।

বেশ কয়েকটি বিষয় বিবেচনায় নিয়ে তাপস ও আতিকের প্রতি দল আস্থা রেখেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।

তাপস ও মেয়র আতিককে প্রার্থী করার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘পপুলার ও উইনেবল প্রার্থীকেই আওয়ামী লীগ বেছে নিয়েছে। জনগণের কাছে প্রার্থীর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তাকে বিবেচনায় নেয়া হয়েছে। কোন প্রার্থী নির্বাচনে জেতার উপযোগী, সেটি বিবেচনায় নেয়া হয়েছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘মনোনয়ন বোর্ডে যারা ছিলেন, তারা প্রার্থীর জনপ্রিয়তার বিষয়টি দেখেছেন। প্রার্থীর গ্রহণযোগ্যতার দিক বিবেচনায় নিয়েছেন। মনোনয়ন বোর্ডের সবার সম্মতিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন। এটা নিয়ে বেশি কিছু বলার নেই।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ওবায়দুল কাদের। প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে দলের বিবেচনার বিষয়গুলো তুলে ধরেন তিনি।

আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণে ভোটগ্রহণ হবে। ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। বিএনপি এই দুই সিটিতে প্রার্থী করেছে যথাক্রমে তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনকে।