মতলব প্রতিনিধি:
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে পালিত হয়েছে। গতকাল ২৪ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৩টায় মতলব প্রেসক্লাবে এ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার জন্য ইত্তেফাক নিজকে উৎসর্গ করেছিলো। ইত্তেফাক হচ্ছে দেশের প্রাচীনতম সংবাদপত্র। ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের চেতনায় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ এ পত্রিকাটি দেশের সাংবাদিকতার প্রথম সোপান এবং অগ্রদূত। সঠিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দৈনিক ইত্তেফাক এদেশকে আরো সামনের দিকে এগিয়ে নেবে।
আলোচনা সভা ছাড়াও দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর অন্যান্য কর্মসূচী ছিল- জন্ম দিনের কেক কাটা ও শোভা যাত্রা।
বিকেল ৩টায় মতলব প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিশু সংগঠন ও মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলার সভাপতি মোঃ মাকসুদুল হক বাবলু। ইত্তেফাকের মতলব দক্ষিণ উপজেলা সংবাদদাতা ও শিক্ষক মোহাম্মদ আকতার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা কৃষক লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, মতলব সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক কবি মুহাম্মদ জাকির হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ফারুক বিন জামান, জাতীয়পার্টির সাধারণ সম্পাদক এসএম সেলিম, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম আলেক, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, প্রেসক্লাবের সাবেক সভাপতি আমির খসরু প্রধানীয়া, প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার সেলিম, সহ সভাপতি রোকনুজ্জামান রোকন সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন প্রমুখ।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফিরোজ আহমেদ প্রোপেন, নঈমুল ইসলাম রাজীব, মতলব প্রেসক্লাবের সহ সভাপতি নিমাই চন্দ্র ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন, জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক গোলাম হায়দার মোল্লা, সহ সাংগঠনিক মাহফুজ মল্লিক, কোষাধ্যক্ষ রেদওয়ান আহমেদ জাকির, প্রচার সম্পাদক আব্দুল মান্নান খান, সদস্য মোশারফ হোসেন তালুকদার, সাংবাদিক খোরশেদ আলম, জেলা সহকারি শিক্ষক সমিতির সহ-সভাপতি মোহাম্মদ মামুন মিয়া, উপজেলা সহকারি শিক্ষক সমিতির সভাপতি নূরে আলম সিদ্দিকী, শোভনকর্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা আক্তার, সহকারি শিক্ষক হুমায়ূন রশিদ, ফয়সাল আলম তারেকসহ শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেতে তেলাওয়াত করেন ধলাইতলী সপ্রাবির প্রধান শিক্ষক মোঃ সানাউল্লাহ ও গীতা পাঠ করেন প্রেসক্লাবের সহ-সভাপতি নিমাই চন্দ্র ঘোষ। পরে অতিথিরা ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন ও শোভা যাত্রায় অংশ নেন।