নিজস্ব প্রতিবেদক:
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় একটি বেইলি ব্রিজ ভেঙে শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ব্রিজটির দুপাশের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার সাজনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের এ ব্রিজটি দীর্ঘদিন ধরে নড়বড় অবস্থায় থাকায় কয়েক মাস আগে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সড়ক বিভাগ। এ সময় তারা ব্রিজটির সর্বোচ্চ ধারণক্ষমতা তিন টন হিসেবে নির্ধারণ করে দেয়।
কিন্তু সড়ক বিভাগের নির্দেশনা উপেক্ষা করে প্রতিদিনই অতিরিক্ত ওজন নিয়ে শত শত যানবাহন ব্রিজটির ওপর দিয়ে চলাচল করতে থাকে। আজ মঙ্গলবার সকালে (ঢাকা মেট্রো ট ১৬-৪৭৭০) নামের ২২ টন ওজনের একটি কয়লাবাহী ট্রাক ব্রিজটির ওপর দিয়ে যাওয়ার সময় স্লিপার ভেঙে আটকে যায়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ট্রাকটির চালক জহির মিয়া বলেন, কয়লাভর্তি ট্রাকটি নিয়ে বেনাপোল থেকে চট্টগ্রাম যাচ্ছিলাম। ব্রিজটিতে ওঠার পর পরই বিকট শব্দ করে একটি স্লিপার ভেঙে যায়। এ সময় আমরা লাফিয়ে নেমে পড়ি।
অন্য ট্রাকচালক কিসমত ও শামীম মিয়া বলেন, এ সড়কটি দীর্ঘদিন ধরে খারাপ ছিল। এখন রাস্তার কাজ কিছুটা করা হলেও ব্রিজটি মেরামতের কোনো উদ্যোগ নেই। তাই কয়েক দিন পর পরই ব্রিজের বিভিন্ন অংশ ভেঙে গাড়ি আটকে যায়।
এ বিষয়ে শরীয়তপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আশিক কাদির বলেন, ঘটনাটি ঘটার পর আমাদের লোকজন সেখানে পাঠিয়েছি। ট্রাকটি উদ্ধারের পর ব্রিজটি মেরামতের কাজ করা হবে।
উল্লেখ্য, খুলনা-চট্রগ্রাম মহাসড়কের এ অংশটি দিয়ে প্রতিদিন দক্ষিণাঞ্চলের ২১ জেলার শত শত বাস, ট্রাক, কার্গো, পিকাআপ চলাচল করে।