সিলেটে রোটারী ডিস্ট্রিক্ট কনফারেন্স ‘সমারোহ’ ৩ ও ৪ জানুয়ারী

  • আপডেট: ০৫:৫১:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
  • ২১

স্টাফ রিপোর্টার
রোটারী আন্তর্জাতিক জেলা-৩২৮২ বাংলাদেশের ২০২০ সালের কনফারেন্স ‘সমারোহ’ আগামি ৩ ও ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সিলেটের কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য কনফারেন্সে সারা দেশের কমপক্ষে ২ হাজার রোটারিয়ান এতে অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা। কনফারেন্সে বিভিন্ন দেশের রোটারিয়ানরাও অংশ নেবেন।

বাংলাদেশের চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোতে ১শ’ ৬৫টি রোটারী ক্লাব রয়েছে। ঐ ক্লাবগুলোতে প্রায় ৬ হাজার রোটারিয়ানদের মধ্যে অন্তঃত ২ হাজার রোটারিয়ান ২০২০ সালের কনফারেন্স ‘সমারোহ’ এ অংশ নেবেন।

কনফারেন্সের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ২০২২-২৩ রোটাবর্ষের গভর্নর নির্বাচন। প্রতিটি ক্লাবের ভোটে ২০২২-২৩ রোটাবর্ষের গভর্নর নির্বাচিত হবেন। সদস্যদের সংখ্যা অনুপাতে প্রতি ক্লাবে ১ থেকে ৪টি ভোট রয়েছে। প্রতিটি ক্লাবের সভাপতি অথবা সেক্রেটারীরা প্রধানত ভোট প্রদান করবেন। ইতোমধ্যে ৪ জন প্রার্থী ২০২২-২৩ রোটাবর্ষের গভর্নর পদে নির্বাচিত হতে সারা দেশ চষে বেড়াচ্ছেন।

কনফারেন্স চেয়ারম্যান রোটারিয়ান একেএম শামসুল হক দিপু জানান, ২০২০ সালের ৩ ও ৪ জানুয়ারি সিলেটের কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ডিস্ট্রিক্ট কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে সারা দেশের রোটারিয়ান ছাড়াও রোটারী ইন্টারন্যাশনালের সাবেক প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের রোটারিয়ানরা অংশ নেবেন। ইতোমধ্যে রোটারিয়ান ও তাদের পরিবারের রেজিস্ট্রেশন চলছে।

তিনি আরো বলেন, কনফারেন্সের সফল আয়োজনের জন্য চলছে নানা প্রস্তুতি। বিভিন্ন উপ-কমিটি তাদের কাজ করছে। এছাড়া আন্তর্জাতিক মানের সিলেটের কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারটির পরিবেশও অত্যন্ত চমৎকার। ফলে রোটারিয়ান ও তাদের পরিবারের সদস্যরা কনফারেন্সে অংশ নিয়ে ভালো ফেলোশীপ করতে পারবেন বলে আমি মনে করি।

২০১৯-২০ রোটাবর্ষের গভর্নর রোটারিয়ান লে. কর্নেল (অব.) প্রিন্সিপাল এম. আতাউর রহমান পীর জানান, আমাদের রোটারী জেলার ১শ’ ৬৫টি ক্লাবের সদস্যদের অংশগ্রহণে ডিস্ট্রিক্ট কনফারেন্স সমৃদ্ধ হবে। এছাড়া কনফারেন্সে ২০২২-২৩ রোটাবর্ষের গভর্নর নির্বাচনেও ক্লাব প্রেসিডেন্টরা অংশ নেবেন

Tag :
সর্বাধিক পঠিত

হাজীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজী আটক

সিলেটে রোটারী ডিস্ট্রিক্ট কনফারেন্স ‘সমারোহ’ ৩ ও ৪ জানুয়ারী

আপডেট: ০৫:৫১:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯

স্টাফ রিপোর্টার
রোটারী আন্তর্জাতিক জেলা-৩২৮২ বাংলাদেশের ২০২০ সালের কনফারেন্স ‘সমারোহ’ আগামি ৩ ও ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সিলেটের কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য কনফারেন্সে সারা দেশের কমপক্ষে ২ হাজার রোটারিয়ান এতে অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা। কনফারেন্সে বিভিন্ন দেশের রোটারিয়ানরাও অংশ নেবেন।

বাংলাদেশের চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোতে ১শ’ ৬৫টি রোটারী ক্লাব রয়েছে। ঐ ক্লাবগুলোতে প্রায় ৬ হাজার রোটারিয়ানদের মধ্যে অন্তঃত ২ হাজার রোটারিয়ান ২০২০ সালের কনফারেন্স ‘সমারোহ’ এ অংশ নেবেন।

কনফারেন্সের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ২০২২-২৩ রোটাবর্ষের গভর্নর নির্বাচন। প্রতিটি ক্লাবের ভোটে ২০২২-২৩ রোটাবর্ষের গভর্নর নির্বাচিত হবেন। সদস্যদের সংখ্যা অনুপাতে প্রতি ক্লাবে ১ থেকে ৪টি ভোট রয়েছে। প্রতিটি ক্লাবের সভাপতি অথবা সেক্রেটারীরা প্রধানত ভোট প্রদান করবেন। ইতোমধ্যে ৪ জন প্রার্থী ২০২২-২৩ রোটাবর্ষের গভর্নর পদে নির্বাচিত হতে সারা দেশ চষে বেড়াচ্ছেন।

কনফারেন্স চেয়ারম্যান রোটারিয়ান একেএম শামসুল হক দিপু জানান, ২০২০ সালের ৩ ও ৪ জানুয়ারি সিলেটের কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ডিস্ট্রিক্ট কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে সারা দেশের রোটারিয়ান ছাড়াও রোটারী ইন্টারন্যাশনালের সাবেক প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের রোটারিয়ানরা অংশ নেবেন। ইতোমধ্যে রোটারিয়ান ও তাদের পরিবারের রেজিস্ট্রেশন চলছে।

তিনি আরো বলেন, কনফারেন্সের সফল আয়োজনের জন্য চলছে নানা প্রস্তুতি। বিভিন্ন উপ-কমিটি তাদের কাজ করছে। এছাড়া আন্তর্জাতিক মানের সিলেটের কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারটির পরিবেশও অত্যন্ত চমৎকার। ফলে রোটারিয়ান ও তাদের পরিবারের সদস্যরা কনফারেন্সে অংশ নিয়ে ভালো ফেলোশীপ করতে পারবেন বলে আমি মনে করি।

২০১৯-২০ রোটাবর্ষের গভর্নর রোটারিয়ান লে. কর্নেল (অব.) প্রিন্সিপাল এম. আতাউর রহমান পীর জানান, আমাদের রোটারী জেলার ১শ’ ৬৫টি ক্লাবের সদস্যদের অংশগ্রহণে ডিস্ট্রিক্ট কনফারেন্স সমৃদ্ধ হবে। এছাড়া কনফারেন্সে ২০২২-২৩ রোটাবর্ষের গভর্নর নির্বাচনেও ক্লাব প্রেসিডেন্টরা অংশ নেবেন