কচুয়া প্রতিনিধি॥
কচুয়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির জৈঠ্য পুত্র মরহুম ড. জালাল আলমগীর শুভ’র স্মৃতি স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলার গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ মাঠে অনুভব চৌধুরী স্পটিং ক্লাবের আয়োজনে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন- বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি ফয়সাল চৌধুরী জীবন। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম লালু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান, উপজেলা যুবলীগের সদস্য নুরে আলম রিহাদ, ছাত্রলীগ নেতা রোকন খান প্রমুখ।