ঝিনাইদহ প্রতিনিধি:
‘পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোর কালীন মাতৃত্ব রোধ করি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে। শনিবার শহরের মা ও শিশু পরিবার কল্যাণ কেন্দ্রে ফিতা কেটে এ সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা উপ পরিচালক ডাঃ জাহিদ আহামেদ, মুক্তিযোদ্ধা সাবেক সহকারী অধ্যাপক গোলাম মোস্তাফা, ডাঃ শহিদুল ইসলাম, ডাঃ তাঞ্জুয়ারা, ওলিয়ার রহমান প্রমুখ।
বক্তারা, মায়ের স্বাস্থ্য সুরক্ষায় কৈশোরকালীন মাতৃত্ব রোধ ও দেশের জনসংখ্যা নিয়ন্ত্রন রাখতে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করতে সকলের প্রতি আহ্বান জানান। আজ থেকে শুরু হওয়া এ সপ্তাহ চলবে আগামী ১২ ডিসেম্বর।