জেএমবির আমিরসহ তিন জঙ্গি রিমান্ডে

  • আপডেট: ০৩:১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
  • ২৪

অনলাইন ডেস্কঃ

রাজধানীর ভাটারা থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় জামাতুল মুজাহিদিনের বাংলাদেশ চ্যাপ্টারের অস্থায়ী আমির আবু রায়হানসহ তিন জঙ্গিকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। আজ ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস রিমান্ডের এ আদেশ দেন।

রিমান্ডের অপর দুই আসামি হলেন- হাবিবুর রহমান ওরফে চাঁন মিয়া ও রাজিবুর রহমান ওরফে রাজিব ওরফে সাগর।
এরআগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিটের পরিদর্শক এসএম রাইসুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য। তারা নাশকতা সৃষ্টির জন্য বিস্ফোরক ও কমান্ডো নাইফ নিয়ে জঙ্গি কার্যক্রমকে সহায়তা করতেন।

একইসাথে জঙ্গি কার্যক্রমে অংশগ্রহণের জন্য অন্যদের প্ররোচিত করতেন। গ্রেফতারকৃতদের নিয়ে অভিযান পরিচালনা করলে পলাতক জঙ্গিদেও গ্রেফতার, তাদের কাছে থাকা ডেটোনেটর, জিহাদী বই, কমান্ডো নাইফ, বিস্ফোরক জাতীয় পদার্থ উদ্ধারসহ জঙ্গি সংগঠনের অন্যান্য সদস্যদেও গ্রেফতার করা সম্ভব হবে। এমতাবস্থায় আসামিদের রিমান্ডে নিয়ে ১০ দিন জিজ্ঞাসাবাদ প্রয়োজন। শুনানি শেষে বিচারক রিমান্ডে নেওয়ার অনুমতি দেয়। রিমান্ড শুনানির সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

মামলা সূত্রে জানা গেছে, রবিবার রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে এ জঙ্গিদের গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। ওই সময় তিনজনের কাছ থেকে ১৫০টি ডেটোনেটর, বিস্ফোরক জেল স্টিক, কমান্ডো ছুরি এবং বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক মোদাচ্ছের কায়সার ভাটারা থানায় একটি মামলা করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

জেএমবির আমিরসহ তিন জঙ্গি রিমান্ডে

আপডেট: ০৩:১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯

অনলাইন ডেস্কঃ

রাজধানীর ভাটারা থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় জামাতুল মুজাহিদিনের বাংলাদেশ চ্যাপ্টারের অস্থায়ী আমির আবু রায়হানসহ তিন জঙ্গিকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। আজ ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস রিমান্ডের এ আদেশ দেন।

রিমান্ডের অপর দুই আসামি হলেন- হাবিবুর রহমান ওরফে চাঁন মিয়া ও রাজিবুর রহমান ওরফে রাজিব ওরফে সাগর।
এরআগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিটের পরিদর্শক এসএম রাইসুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য। তারা নাশকতা সৃষ্টির জন্য বিস্ফোরক ও কমান্ডো নাইফ নিয়ে জঙ্গি কার্যক্রমকে সহায়তা করতেন।

একইসাথে জঙ্গি কার্যক্রমে অংশগ্রহণের জন্য অন্যদের প্ররোচিত করতেন। গ্রেফতারকৃতদের নিয়ে অভিযান পরিচালনা করলে পলাতক জঙ্গিদেও গ্রেফতার, তাদের কাছে থাকা ডেটোনেটর, জিহাদী বই, কমান্ডো নাইফ, বিস্ফোরক জাতীয় পদার্থ উদ্ধারসহ জঙ্গি সংগঠনের অন্যান্য সদস্যদেও গ্রেফতার করা সম্ভব হবে। এমতাবস্থায় আসামিদের রিমান্ডে নিয়ে ১০ দিন জিজ্ঞাসাবাদ প্রয়োজন। শুনানি শেষে বিচারক রিমান্ডে নেওয়ার অনুমতি দেয়। রিমান্ড শুনানির সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

মামলা সূত্রে জানা গেছে, রবিবার রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে এ জঙ্গিদের গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। ওই সময় তিনজনের কাছ থেকে ১৫০টি ডেটোনেটর, বিস্ফোরক জেল স্টিক, কমান্ডো ছুরি এবং বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক মোদাচ্ছের কায়সার ভাটারা থানায় একটি মামলা করেন।