যুবলীগের বিদায়ী সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেছেন, তৃণমূল নেতাকর্মীরা কখনো চাওয়া পাওয়ার রাজনীতি করেন না। চাওয়া পাওয়ার রাজনীতি করি আমাদের মতো লোকেরা। আমার বিদায়ের মধ্য দিয়ে যুবলীগের সেই কালিমা দূর হয়ে যাবে।
আজ যুবলীগের সপ্তম কংগ্রেসে তিনি এসব কথা বলেন।
হারুনুর রশিদ বলেছেন, আমাদের যারা সাধারণ কর্মী তারা খুবই ভালো মানুষ, তাদের কোনো লোভ-লালসা নেই। আমার সংগঠনের তৃণমূলের কর্মীদের কোনো লোভ-লালসা নেই। তারা নেত্রীর আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করেন। আপনার নির্দেশ পালনের জন্য যুবলীগ নেতাকর্মীরা সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত। নূর হোসেন জীবন দিয়ে তা প্রমাণ করে গেছেন। আমাদের সেই কর্মীরা শুধু একটু ভালোবাসা চায়। একটু সম্মান চায়। এর বেশি তৃণমূলের কোনো দাবি নেই।
তিনি বলেন, আমরা বঙ্গবন্ধু এবং আপনার কাছ থেকে যা শিখেছি মনে করি আজকের এই কংগ্রেসের মধ্য দিয়ে নতুন যে নেতৃত্বে আসবে সেই নেতৃত্ব আমাদের রাজনীতি পথচলা এগিয়ে নেবে। লড়াই-সংগ্রামে আপনার নেতৃত্বে বাংলাদেশ যে স্বপ্ন দেখছে ২১০০ সাল পর্যন্ত আপনি যে স্বপ্ন দেখেছেন যে বাংলাদেশ উদ্বুদ্ধ হয়েছে বাংলাদেশের যুবসমাজ উদ্বেলিত হয়েছে; সে স্বপ্নকে এগিয়ে নেয়ার জন্য যুবলীগের নতুন নেতৃত্ব এমন একটি অবকাঠামো গড়ে তুলবেন। এ সংগঠনের যে কালিমা রয়েছে তা দূর করবেন। আমি মনে করি আমাদের বিদায়ের মাধ্যমে সে কালিমা দূর হবে। নতুন নেতৃত্বের জন্য একটা নতুন দিগন্ত উন্মোচিত হবে সে দিগন্ত হবে আলোর দিগন্ত।
এরআগে আজ সকাল ১১টা ৮ মিনিটের দিকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় কংগ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
সংগঠনের কেন্দ্রীয় কমিটিসহ সারাদেশের ৭৭টি সাংগঠনিক জেলা ও আটটি সাংগঠনিক জেলার মর্যাদাসম্পন্ন বৈদেশিক শাখার প্রায় তিন হাজার কাউন্সিলর, ২৫ হাজার ডেলিগেটস ও আট হাজার অতিথি মিলিয়ে অন্তত ৩৬ হাজার মানুষ কংগ্রেসে উপস্থিত থাকার কথা রয়েছে। উদ্বোধনী অধিবেশন শেষে বিকাল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে।
এর আগে ২০১২ সালের ১৪ জুলাই যুবলীগের ষষ্ঠ জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়। গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পরপর কংগ্রেস হওয়ার কথা থাকলেও দীর্ঘ প্রায় সাড়ে সাত বছর পর সপ্তম কংগ্রেস হতে যাচ্ছে।
কংগ্রেসকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকা সাজানো হয়েছে। কংগ্রেসের মূল মঞ্চ নির্মিত হয়েছে পদ্মাসেতুর আদলে।