রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি ॥
লক্ষ্মীপুরের রায়পুরে মানবসেবা সংস্থার উদ্দেগ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৭ নভেম্বর রোববার সন্ধায় রায়পুর শহরের রহিম কমপ্লেক্স ভবনের ৩য় তলায় সংস্থার উপদেষ্টা মন্ডলি সহ সকল নেত্ববৃন্দের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ মতবিনিময় সভার সার্বিক কার্যক্রম সমাপ্তি করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা মন্ডলি রায়পুর সরকারি মার্চেন্ট একাডেমি প্রধান শিক্ষক জিল্লুর রহমান, রায়পুর প্রেস ক্লাবের সভাপতি শংকর মজুমদার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, রায়পুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন, মিউচুয়্যাল ট্রাষ্ট ব্যাংকের কাফিলাতলি শাখার ব্যবস্থাপনা পরিচালক বিএস বাবুল পাটওয়ারী।
এ ছাড়াও মানব সেবা সংস্থার সভাপতি সিরাজুল ইসলাম শিপন মোল্লা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মঞ্জু, হায়দরগঞ্জ মডেল কলেজের সিনিয়র শিক্ষক মোঃ আখতার হোসেন খাঁন, জনসেবা হাসপাতালের চেয়ারম্যান ইজাজ হোসেন রুমান, মোঃ জাকির হোসেন, মোঃ আবু সাইদ জুটন, যুগ্ন সাধারণ সম্পাদক সুভাষ রায়, ইংলিশ মিডিয়াম স্কুলের চেয়ারম্যান মোঃ মোক্তার হোসেন, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ মাইন উদ্দিনসহ প্রমুখ।