কুমিল্লায় সেতুর নিচে বস্তা বস্তা পচা পেঁয়াজ

  • আপডেট: ০৩:৩১:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
  • ২৮

অনলাইন ডেস্ক:

মিসর, তুরস্ক, চীনসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান কার্গো বিমানে মঙ্গলবার দেশে আসছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব জাফর উদ্দিন।

সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়েছে জানিয়েছেন বাণিজ্য সচিব।

তিনি বলেন, ভারত থেকে পেঁয়াজের রফতানিমূল্য কমপক্ষে তিনগুণ বেড়েছে। মিয়ানমার থেকে চারগুণ বেড়েছে। তড়িৎ গতিতে কার্গো বিমানে মিসর, তুরস্ক, চীনসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে।

আপনারা জেনে খুশি হবেন যে, কার্গো বিমানের প্রথম চালান মঙ্গলবার বাংলাদেশ এসে পৌঁছবে। তিনি বলেন, এলসির মাধ্যমে সমুদ্রপথে বিদেশ থেকে পেঁয়াজ আমদানিতে বেশিরভাগ ক্ষেত্রে দেড় মাসের মতো সময় লেগে যাচ্ছে।

বর্তমানে উল্লেখযোগ্য পরিমাণ পেঁয়াজের চালান বাংলাদেশের উদ্দেশে সমুদ্রপথে রয়েছে। সম্প্রতি মিয়ানমার পেঁয়াজের রফতানি মূল্য চারগুণ বাড়িয়েছে এবং ঘূর্ণিঝড় বুলবুলের কারণে দুই-একদিন ধরে বাজারে পেঁয়াজের দাম আরও বেড়েছে।

এদিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পূর্ব বাজার সুবল আফতাব উচ্চ বিদ্যালয় সংলগ্ন সেতুর নিচে ময়লার ভাগাড়ে বস্তা বস্তা পেঁয়াজ পাওয়া গেছে। রোববার গভীর রাতে কে বা কারা এগুলো ফেলে যায়।

সোমবার সকালে সেতুর ওপর দিয়ে যাওয়া আসার সময় সেতুর নিচে পেঁয়াজের বস্তা দেখে পথচারীদের মনে কৌতূহল জাগে।

কেউ কেউ ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে । আবার কেউ কেউ দাঁড়িয়ে দীর্ঘ নিশ্বাস ফেলে দুঃখ প্রকাশ করেন।

গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক মো. মানিক চাঁন বলেন, পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় যেখানে নিম্ন আয়ের মানুষ রান্নার জন্য পেঁয়াজ কিনতে হিমশিম খাচ্ছে, সেখানে এক শ্রেণির ব্যবসায়ীরা সি’ন্ডিকেটের মাধ্যমে সংরক্ষিত পেঁয়াজ নষ্ট করে রাতের অন্ধকারে সেতুর নিচে ফেলে দেওয়া মানে দেশের সম্পদের অপচয় করা, পাশাপাশি ভোক্তার অধিকারকে হরণ করা ।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

কুমিল্লায় সেতুর নিচে বস্তা বস্তা পচা পেঁয়াজ

আপডেট: ০৩:৩১:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯

অনলাইন ডেস্ক:

মিসর, তুরস্ক, চীনসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান কার্গো বিমানে মঙ্গলবার দেশে আসছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব জাফর উদ্দিন।

সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়েছে জানিয়েছেন বাণিজ্য সচিব।

তিনি বলেন, ভারত থেকে পেঁয়াজের রফতানিমূল্য কমপক্ষে তিনগুণ বেড়েছে। মিয়ানমার থেকে চারগুণ বেড়েছে। তড়িৎ গতিতে কার্গো বিমানে মিসর, তুরস্ক, চীনসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে।

আপনারা জেনে খুশি হবেন যে, কার্গো বিমানের প্রথম চালান মঙ্গলবার বাংলাদেশ এসে পৌঁছবে। তিনি বলেন, এলসির মাধ্যমে সমুদ্রপথে বিদেশ থেকে পেঁয়াজ আমদানিতে বেশিরভাগ ক্ষেত্রে দেড় মাসের মতো সময় লেগে যাচ্ছে।

বর্তমানে উল্লেখযোগ্য পরিমাণ পেঁয়াজের চালান বাংলাদেশের উদ্দেশে সমুদ্রপথে রয়েছে। সম্প্রতি মিয়ানমার পেঁয়াজের রফতানি মূল্য চারগুণ বাড়িয়েছে এবং ঘূর্ণিঝড় বুলবুলের কারণে দুই-একদিন ধরে বাজারে পেঁয়াজের দাম আরও বেড়েছে।

এদিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পূর্ব বাজার সুবল আফতাব উচ্চ বিদ্যালয় সংলগ্ন সেতুর নিচে ময়লার ভাগাড়ে বস্তা বস্তা পেঁয়াজ পাওয়া গেছে। রোববার গভীর রাতে কে বা কারা এগুলো ফেলে যায়।

সোমবার সকালে সেতুর ওপর দিয়ে যাওয়া আসার সময় সেতুর নিচে পেঁয়াজের বস্তা দেখে পথচারীদের মনে কৌতূহল জাগে।

কেউ কেউ ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে । আবার কেউ কেউ দাঁড়িয়ে দীর্ঘ নিশ্বাস ফেলে দুঃখ প্রকাশ করেন।

গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক মো. মানিক চাঁন বলেন, পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় যেখানে নিম্ন আয়ের মানুষ রান্নার জন্য পেঁয়াজ কিনতে হিমশিম খাচ্ছে, সেখানে এক শ্রেণির ব্যবসায়ীরা সি’ন্ডিকেটের মাধ্যমে সংরক্ষিত পেঁয়াজ নষ্ট করে রাতের অন্ধকারে সেতুর নিচে ফেলে দেওয়া মানে দেশের সম্পদের অপচয় করা, পাশাপাশি ভোক্তার অধিকারকে হরণ করা ।