শাহানা আকতার॥
সারাদেশের ন্যায় চাঁদপুরে একযোগে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী ও এবতেদায়ী সমাপনী পরীক্ষায় চাঁদপুর জেলায় ১ হাজার ৮ শ’ ৮৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। রোববার ইংরেজী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা শাখা সূত্রে জানা যায়, কুমিল্লা মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চাঁদপুর জেলার ৮টি উপজেলায় ২১২টি কেন্দ্রে। এর মধ্যে প্রাথমিক ১৩৫ ও এবতেদায় ৭৬ টি কেন্দ্র।
প্রাথমিক ও এবতেদায়ী সমাপনী পরীক্ষায় ৫২ হাজার ৪ শ’ ৭৫ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। এর মধ্যে অজ্ঞাত কারণেই ১ হাজার ৮শ’ ৮৭ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা থেকে বিরত থাকে। এতে প্রথম দিনে পরীক্ষায় অংশ নেয় ৫০ হাজার ৫শ’ ৮৮ জন ছাত্র-ছাত্রী। প্রাথমিক শিক্ষা সমাপনী ৪৫ হাজার ৬শ’ ১৭ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ১ হাজার ২শ’ ৩৬ জন অনুপস্থিত ছিলো। পরীক্ষায় অংশ নেয় ৪৪ হাজর ৩ শ’ ৮১ জন।
এবতেদায়ী সমাপনী পরীক্ষায় ৬ হাজার ৮ শ’ ৫৮ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৬শ’ ৫১ জন ছাত্র-ছাত্রী অনুপস্থিত থাকে। পরীক্ষায় অংশ নেয় ৬ হাজর ২ শ’ ৭ জন।
চাঁদপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বিরত থাকে ২ শ’ ৯৭ জন, এবতেদায়ী সমাপনী পরীক্ষায় ১শ’ ৩৩ জন অনুপস্থিত থাকে।
হাজীগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বিরত থাকে ১শ ৫৯ জন, এবতেদায়ী সমাপনী পরীক্ষায় ৬৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকে।
শাহরাস্তি উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বিরত থাকে ৯০ জন, এবতেদায়ী সমাপনী পরীক্ষায় ৬৭ জন অনুপস্থিত থাকে।
মতলব দক্ষিণ উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বিরত থাকে ১ শ’ ২৩ জন, এবতেদায়ী সমাপনী পরীক্ষায় ৫৭ জন।
মতলব উত্তরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বিরত থাকে ১শ’ ৮ জন, এবতেদায়ী সমাপনী পরীক্ষায় ৪৩ জন।
ফরিদগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বিরত থাকে ১ শ’ ৯৯ জন, এবতেদায়ী সমাপনী পরীক্ষায় ১শ’ ৪৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকে।
কচুয়া উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বিরত থাকে ১ শ’ ৬২ জন ও এবতেদায়ী সমাপনী পরীক্ষায় ১শ’ ১১ জন পরীক্ষার্র্থী অনুপস্থিত থাকে।
হাইমচর উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বিরত থাকে ৯৮ জন, এবতেদায়ী সমাপনী পরীক্ষায় ৩০ জন।
এ বছর ছাত্রীদের তুলনায় ছাত্ররা অনুপস্থিত ছিলো বেশি। জেলায় ছাত্র অনুপস্থিত ১ হাজার ২ শ’ ৬ জন এবং ছাত্রী অনুপস্থিত ছিলো ৬শ’ ৮১ জন। প্রথম দিনের পরীক্ষায় চাঁদপুর জেলার ৮টি উপজেলায় কোন পরীক্ষার্থী অসুদ উপায় অবলম্বের দায়ে বহিঃস্কার হয়নি। বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান ও প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন চাঁদপুর শহরের মাতৃপীঠ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।