notunerkotha deskঃ
রবিবার থেকে জরুরি ভিত্তিতে বিমানে করে পিয়াজ আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারিভাবে টিসিবি এবং বেসরকারি খাতের এস আলম গ্রুপ এই পিয়াজ আনবে। বাণিজ্য সচিব ড. জাফর উদ্দীন শুক্রবার বিকালে ফোনে নতুনেরকথাকে এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, যতদিন পর্যন্ত বাজার স্বাভাবিক না হবে, ততদিন এয়ার কারগোতে পিয়াজ আমদানি করা হবে।
সচিব বলেন, সরকারিভাবে পিয়াজ আমদানির জন্য একজন উপ-সচিবকে তুরস্কে পাঠানো হচ্ছে। এছাড়া আরও একজন উপ-সচিব মিশরে রয়েছেন।