অনলাইন ডেস্ক:
অধিক মুনাফার লোভে ক্রেতাদের কাছ থেকে পেঁয়াজের অতিরিক্ত মূল্য নেয়ার কারণে শাহরাস্তিতে ৪ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বিকেলে উপজেলার ঠাকুর বাজার ও কালিবাড়ী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই সময় ভোক্তা অধিকার আইন লঙ্গন করায় ৪ ব্যাবসা প্রতিষ্ঠানের মালিককে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।