নোয়াখালি প্রতিনিধি, ১১ নভেম্বর, সোমবার:
নোয়াখালীর হাতিয়া উপজেলায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর আঘাতে আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম সোমবার দেশ রূপান্তরকে এ তথ্য জানান। শনিবার হাতিয়ার ওপর দিয়ে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টিপাত হয়।
নুরুল ইসলাম জানান, বৃষ্টিতে হাতিয়ায় বিভিন্ন ইউনিয়নের ১৭ হাজার ৩০০ হেক্টর জমিতে চাষ করা খেসারি ডাল সম্পূর্ণ নষ্ট হয়েছে। বুড়িরচর, চরঈশ্বর, সোনাদিয়া ও নিঝুমদ্বীপ ইউনিয়নে চাষ করা প্রায় নয় হাজার হেক্টর জমির আমন ধান, ১১৬ হেক্টর জমির শীতকালীন সবজি এবং ১.৫০ হেক্টর জমির অন্যান্য ফসল নষ্ট হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদ হোসেন জানান, নিঝুমদ্বীপে আটটিসহ ২২টি পুকুরের মাছ জোয়ারের পানিতে ভেসে গেছে।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব জাহিদ হাসান খান জানান, নিঝুমদ্বীপ ও সোনাদিয়া ইউনিয়নে ২০টি সম্পূর্ণ এবং তিন শতাধিক কাঁচা ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ-আলম জানান ক্ষয়ক্ষতির তালিকা পাঠানো হয়েছে, এখনো কোন বরাদ্দ পাওয়া যায়নি