অনলাইন ডেস্ক:
খুলনায় পৃথক স্থানে গাছ ও ঘরের নিচে চাপা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে ৯টার দিকে খুলনার দাকোপ উপজেলার দক্ষিণ দাকোপ গ্রামের বাসিন্দা প্রমীলা মন্ডল (৪৫) নামের এক নারী গাছ চাপায় মারা যান। তিনি ওই গ্রামের সুভাষ মণ্ডলের স্ত্রী।
জানা যায়, রাতে প্রমীলা দক্ষিণ দাকোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে ছিলেন। সকাল ৯টা-সাড়ে ৯টার দিকে নিজের বাড়িতে যান তিনি। সেসময় একটি গাছ তার উপরে পড়লে প্রাণ হারান প্রমীলা।
অন্যদিকে দিঘোলিয়া এলাকায় আলমগীর হোসেন নামে এক ব্যাক্তি ঘরের নিচে চাপা পড়ে মারা গেছে। আজ সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।