শাকিব অপু দ্বন্দ্ব, লোকসান গুনতে হচ্ছে পরিচালকদের

  • আপডেট: ০৩:২৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০১৯
  • ২৪
অনলাইন ডেস্ক:+
এক সময়ের সফল জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। বিচ্ছেদের পরে তাদের দুজনের অনেক ছবিই অসমাপ্ত রয়ে গেছে। ছবিগুলোর বেশিরভাগ অংশের শুটিং শেষ হলেও শাকিব-অপুর শিডিউল না পাওয়ায় বাকী কাজ শেষ করতে পারছেন না পরিচালকরা।

অনিশ্চিত ভবিষ্যতের এইসব সিনেমা নিয়ে প্রযোজক পড়েছেন নিশ্চিত লোকসানের মুখে। কোনো উপায়ন্তর না দেখে অবশেষে শাকিব খানের বিরুদ্ধে মামলা করতে চাইছেন ‘মাই ডার্লিং’ সিনেমার প্রযোজক মনিরুজ্জামান।

এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমার কাছে শিডিউল চাইলে আমি অবশ্যই শিডিউল দিবো। মাঝখানে মাতৃত্বজনিত কারণে শ্যুটিং করতে পারিনি। তবে, এখন শিডিউল চাইলে তা দেবো।’

তবে শাকিবের মামলা প্রসঙ্গে অপু বলেন, ‘শাকিবের বিরুদ্ধে মামলা দেয়ার আগে অবশ্যই তাকে জানাতে হবে। বললেই তো আর মামলা দেয়া যায় না। মামলা দেয়ার আগে আমাদের কাছে শিডিউল চাইতে হবে। আমরা যদি শিডিউল না দেই, সেক্ষেত্রে প্রযোজক ও পরিচালক সমিতির মাধ্যমে আমাদের চিঠি দিয়ে জানাতে হবে। সেক্ষেত্রে যদি আমরা যদি কোনো পদক্ষেপ না নেই, সেক্ষেত্রে প্রযোজক ও পরিচালক সমিতির মাধ্যমে মামলা করতে হবে। তাই চাইলেই তো আর মামলা করা যায় না।’

প্রসঙ্গত, শাকিব-অপু জুটি ছাড়াও ‘মাই ডার্লিং’ ছবিতে অভিনয় করেছেন অমিত হাসান, প্রবীর মিত্র, রেহানা জলি ও কাবিলা। এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক মনতাজুর রহমান আকবর নিজে।

Tag :
সর্বাধিক পঠিত

উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেয়া হবে না-রিজভী

শাকিব অপু দ্বন্দ্ব, লোকসান গুনতে হচ্ছে পরিচালকদের

আপডেট: ০৩:২৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০১৯
অনলাইন ডেস্ক:+
এক সময়ের সফল জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। বিচ্ছেদের পরে তাদের দুজনের অনেক ছবিই অসমাপ্ত রয়ে গেছে। ছবিগুলোর বেশিরভাগ অংশের শুটিং শেষ হলেও শাকিব-অপুর শিডিউল না পাওয়ায় বাকী কাজ শেষ করতে পারছেন না পরিচালকরা।

অনিশ্চিত ভবিষ্যতের এইসব সিনেমা নিয়ে প্রযোজক পড়েছেন নিশ্চিত লোকসানের মুখে। কোনো উপায়ন্তর না দেখে অবশেষে শাকিব খানের বিরুদ্ধে মামলা করতে চাইছেন ‘মাই ডার্লিং’ সিনেমার প্রযোজক মনিরুজ্জামান।

এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমার কাছে শিডিউল চাইলে আমি অবশ্যই শিডিউল দিবো। মাঝখানে মাতৃত্বজনিত কারণে শ্যুটিং করতে পারিনি। তবে, এখন শিডিউল চাইলে তা দেবো।’

তবে শাকিবের মামলা প্রসঙ্গে অপু বলেন, ‘শাকিবের বিরুদ্ধে মামলা দেয়ার আগে অবশ্যই তাকে জানাতে হবে। বললেই তো আর মামলা দেয়া যায় না। মামলা দেয়ার আগে আমাদের কাছে শিডিউল চাইতে হবে। আমরা যদি শিডিউল না দেই, সেক্ষেত্রে প্রযোজক ও পরিচালক সমিতির মাধ্যমে আমাদের চিঠি দিয়ে জানাতে হবে। সেক্ষেত্রে যদি আমরা যদি কোনো পদক্ষেপ না নেই, সেক্ষেত্রে প্রযোজক ও পরিচালক সমিতির মাধ্যমে মামলা করতে হবে। তাই চাইলেই তো আর মামলা করা যায় না।’

প্রসঙ্গত, শাকিব-অপু জুটি ছাড়াও ‘মাই ডার্লিং’ ছবিতে অভিনয় করেছেন অমিত হাসান, প্রবীর মিত্র, রেহানা জলি ও কাবিলা। এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক মনতাজুর রহমান আকবর নিজে।