ওমর ফারুক সাইম, কচুয়া॥
নবাগত উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভকে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কচুয়া উপজেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। ৬নভেম্বর (বুধবার) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ ফুলেল শুভেচ্ছা জানান সহকারী শিক্ষকরা।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্লাহ (অলি), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কচুয়া উপজেলা শাখার সভাপতি ওমর খৈয়াম বাগদাদী রুমি, সহ-সভাপতি সুলতানা রাজিয়া, জামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিনা পারভীন, সোলেমান মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন, মো: কামাল হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবা আক্তার, আইন বিষয়ক সম্পাদক জিসান আহমেদ, সদস্য কায়েস আহমেদ রাহাতসহ সংগঠনের অনান্য সদস্যবৃন্দসহ উপজেলা প্রশাসনের সকল বিভাগীয় কর্মকর্তাবৃন্দ।
প্রসংগত: দীপায়ন দাস শুভ ৩ নভেম্বর কচুয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। তিনি বরগুনা জেলার তালতলী উপজেলা থেকে কচুয়ায় যোগদান করেন।
তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় জন্মগ্রহণ করেন।
এক সন্তানের জনক দীপায়ন দাস শুভর স্ত্রী শিউলী হরি বরগুনা জেলার বামনা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত আছেন।
শিরোনাম:
কচুয়ায় নবাগত ইউএনওকে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা
Tag :
সর্বাধিক পঠিত