বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের খাশতবক গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- আমজেদ আলী খায়ের স্ত্রী হামিদা বেগম (৫০), তার ছেলে রাসেল (২৫) ও হামিদার দেবর দেলোয়ার হোসেন খান (৪৫)।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে দেলোয়ার হোসেন খান তার বাড়ির একটি সুপারি গাছ কাটছিলেন। গাছটি কাটার পরে পল্লীবিদ্যুতের তারের উপর পরে যায়। বিদ্যুৎ লাইনের তার ছিড়ে সঙ্গে সঙ্গে দেলোয়ার হোসেন খান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকে। তাকে বাঁচাতে গিয়ে হামিদা বেগম ও তার ছেলে রাসেলও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।