জাহিদুর রহমান তারিক:
নতুন কার্যকর হওয়া সড়ক পরিবহন আইন সম্পর্কে বাস-ট্রাক, মটর সাইকেল চালক, পথচারীদের সচেতন করতে ঝিনাইদহে লিফলেট বিতরণ করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে রবিবার সকাল থেকে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, আরাপপুর, বাস টার্মিনালে প্রচারনা কার্যক্রম চালানো হয়।
এ সময় পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর (এ্যাডমিন) মোহাম্মদ সালাহউদ্দিন, ইন্সপেক্টর গৌরাঙ্গা পাল, কাজী হাসানুজ্জামান, মাজহারুল ইসলাম, সার্জেন্ট মোস্তাফিজুর রহমান, সার্জেন্ট সাদ্দাম হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় পুলিশ সুপার হাসানুজ্জামান বাস-ট্রাক, মটর সাইকেল চালক, পথচারীদের হাতে সড়ক পরিবহন আইন-২০১৮ এর দিকনির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ করেন।তিনি বলেন ১লা নভেম্বর থেকে কার্যকর হওয়া সড়ক পরিবহন আইন সম্পর্কে মানুষকে সচেতন করা হচ্ছে। আশা করা যায় সকলে সচেতন হলে দূর্ঘটনা কমে যাবে।