• ঢাকা
  • রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০১৯
সর্বশেষ আপডেট : ৩ নভেম্বর, ২০১৯

কচুয়ায় জাতীয় রক্তদাতা দিবস পালিত

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

ওমর ফারুক সাইম, কচুয়া॥
“দিলে রক্ত বাঁচবে প্রাণ, চলো করি রক্তদান এবং আপনার রক্তদানে বাঁচতে পারে একটি মানুষের জীবন” এ প্রতিপাদ্যে কচুয়ায় জাতীয় রক্তদাতা দিবস পালিত হয়েছে। ২ নভেম্বর (শনিবার) সকালে কচুয়া উপজেলা সম্মিলিত সামাজিক সংগঠন ফোরামের আয়োজনে রক্তদাতা দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি কচুয়া পৌর ভবন থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর ভবনে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্লাহ (অলি)।
আলোর মশালের সভাপতি ওমর ফারুক সায়েমের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মো. মেহেদী হাসানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি মো. জাকির হোসেন বাটা এবং কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. রাকিবুল হাসান প্রমূখ।
এ সময় আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক সুমন শিকদার, আলোর মশাল সামাজিক যুব সংগঠন, বন্ধন রক্তদাতা সংগঠন, এলবিডি গ্রুপ, নির্ভর রক্তদাতা সংস্থা এবং আহবান রক্তদাতা সংস্থার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কচুয়া এর আরও খবর
error: Content is protected !!