অনলাইন ডেস্ক:
দিনাজপুরের বীরগঞ্জে মাদ্রাসাছাত্রীকে ৬ মাস ধরে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলে দাবি করছে তার পরিবার। এঘটনায় মো. আমিনুল ইসলাম (২৮) নামে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী।
ভিকটিমের বাবা বাদী হয়ে মো. আমিনুল ইসলামকে আসামি করে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। সকালে আটক আমিনুল ইসলামকে আদালতে এবং ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
মামলার তদন্তকারী অফিসার এসআই আলন চন্দ্র রায় জানান, ভয়-ভীতি দেখিয়ে গত ৬ মাস ধরে ভিকটিমকে ধর্ষণ করা হয়েছে। গত এক সপ্তাহ ধরে তার শারীরিক পরিবর্তন অনুভব করলে বিষয়টি পরিবারকে জানায়। বিষয়টি টের পেয়ে অভিযুক্ত আমিনুল ইসলাম শুক্রবার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতেই মামলা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে ছাত্রীটির শারীরিক পরীক্ষা এবং অভিযোগের তথ্য উপাত্ত সংগ্রহের জন্য পুলিশ কাজ করছে।