হাজীগঞ্জ, শনিবার, ২৬ অক্টোবর॥
হাজীগঞ্জ থানায় জিডি ও মামলা করতে কোন টাকা লাগবেনা বলে নিশ্চিত করেছে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগির হোসেন রনি। শনিবার দুপরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত র্যালি ও সমাবেশ শেষে আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, বিপদে পড়ে মানুষ থানায় আসে, থানা থেকে যেনো কোন মানুষ নিরাশ হয়ে না যেতে সে লক্ষে আমি কাজ করছি।
তিনি বলেন, আমরা পুলিশ-জনতা ঐক্যদ্ধ হয়ে হাজীগঞ্জকে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ ও জঙ্গীবাদ মুক্ত করবো।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. আফজাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারন সম্পাদক ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ আসফাকুল আলম চৌধুরী, পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি রোটা. আহসান হাবিব অরুন, সাধারন সম্পাদক কাজী মোশারফ হেসেন মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি আকতার মিলি, পৌর মহিলা আওয়ামীলীগ নেত্রী ফেরদৌসি আকতার প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আলী আশরাফ দুলাল।
হাজীগঞ্জ ডাকবাংলো অবস্থিত বিয়ে বাড়ীতে আলোচনার সভার পূর্বে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়–য়া উপস্থিত ছিলেন।
শিরোনাম:
থানায় জিডি ও মামলা করতে কোন টাকা দেবেননা:ওসি হাজীগঞ্জ থানা
Tag :
সর্বাধিক পঠিত