পেঁয়াজ নিয়ে সংসদে সিনিয়র সাংসদদের ক্ষোভ

  • আপডেট: ০৫:২০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
  • ৩৫

অনলাইন ডেস্ক:

পেঁয়াজের দাম বাড়ায় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্যরা। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম অবিলম্বে পর্যাপ্ত পেঁয়াজ আমদানির তাগিদ দেন। একই বিষয়ে কথা বলেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ আজ বৃহস্পতিবার সংসদ অধিবেশনে বলেন, ‘আজকে পত্রিকায় দেখলাম, খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমাকে বলতেই হয়, ২০০ টাকা। এবং এটা তো কোনোদিন আমরা ভাবি নাই। ভারতে পেঁয়াজ এবার উৎপাদন হয় নাই, অনেক বর্ষা হয়েছিল। তবে সাধারণত এগুলো আমরা আগেই মূল্যায়ন করি যে আমাদের কী চাহিদা, বাৎসরিক চাহিদা কত, আমাদের

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীল সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সংসদে বলেন, ‘পেঁয়াজ নিয়ে এখন ঝাঁঝ বেড়ে গেছে মাননীয় স্পিকার। জনগণের মধ্যে একটা রিঅ্যাকশন হচ্ছে। আজকে পর্যন্ত প্রায় ২০০ টাকা হয়ে গেছে পেঁয়াজের দাম। আমরা একটা জনপ্রিয় সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। তাহলে কী কারণে প্রতিদিন বেড়ে যাচ্ছে পেঁয়াজের দাম। বাণিজ্যমন্ত্রী যখন বলে, ১০০ টাকার নিচে নামবে না, তখন তো ব্যবসায়ীরা সুযোগ পেয়ে যায়, মাননীয় স্পিকার। আমি অনুরোধ করব বাণিজ্যমন্ত্রীকে, অর্থমন্ত্রীকে অনুরোধ করব, প্রয়োজনে বিদেশ থেকে আমদানি করছেন, আপনারা বলছেন। তারপরও কেন দাম বাড়ছে? এটা আমাদের বোধগম্য নয়। এতে আমাদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, মাননীয় স্পিকার।’

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপিদলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, ‘আমরা ছোটবেলায় স্কুলে বিস্কুট দৌঁড় খেলতাম, লাফালাফি করে বিস্কুট থাকত, ছিঁড়ার চেষ্টা করতাম। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পেঁয়াজ নিয়ে যে রসিকতা হচ্ছে আমার মনে হয়, এ ব্যাপারে সরকার প্রয়োজনীয় উদ্যোগ ও ব্যবস্থা গ্রহণ করবে।

Tag :
সর্বাধিক পঠিত

‘ম্যানেজ করে’ এক সাথে দুই স্বামীর সংসার করছিলেন জান্নাতুল!

পেঁয়াজ নিয়ে সংসদে সিনিয়র সাংসদদের ক্ষোভ

আপডেট: ০৫:২০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯

অনলাইন ডেস্ক:

পেঁয়াজের দাম বাড়ায় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্যরা। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম অবিলম্বে পর্যাপ্ত পেঁয়াজ আমদানির তাগিদ দেন। একই বিষয়ে কথা বলেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ আজ বৃহস্পতিবার সংসদ অধিবেশনে বলেন, ‘আজকে পত্রিকায় দেখলাম, খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমাকে বলতেই হয়, ২০০ টাকা। এবং এটা তো কোনোদিন আমরা ভাবি নাই। ভারতে পেঁয়াজ এবার উৎপাদন হয় নাই, অনেক বর্ষা হয়েছিল। তবে সাধারণত এগুলো আমরা আগেই মূল্যায়ন করি যে আমাদের কী চাহিদা, বাৎসরিক চাহিদা কত, আমাদের

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীল সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সংসদে বলেন, ‘পেঁয়াজ নিয়ে এখন ঝাঁঝ বেড়ে গেছে মাননীয় স্পিকার। জনগণের মধ্যে একটা রিঅ্যাকশন হচ্ছে। আজকে পর্যন্ত প্রায় ২০০ টাকা হয়ে গেছে পেঁয়াজের দাম। আমরা একটা জনপ্রিয় সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। তাহলে কী কারণে প্রতিদিন বেড়ে যাচ্ছে পেঁয়াজের দাম। বাণিজ্যমন্ত্রী যখন বলে, ১০০ টাকার নিচে নামবে না, তখন তো ব্যবসায়ীরা সুযোগ পেয়ে যায়, মাননীয় স্পিকার। আমি অনুরোধ করব বাণিজ্যমন্ত্রীকে, অর্থমন্ত্রীকে অনুরোধ করব, প্রয়োজনে বিদেশ থেকে আমদানি করছেন, আপনারা বলছেন। তারপরও কেন দাম বাড়ছে? এটা আমাদের বোধগম্য নয়। এতে আমাদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, মাননীয় স্পিকার।’

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপিদলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, ‘আমরা ছোটবেলায় স্কুলে বিস্কুট দৌঁড় খেলতাম, লাফালাফি করে বিস্কুট থাকত, ছিঁড়ার চেষ্টা করতাম। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পেঁয়াজ নিয়ে যে রসিকতা হচ্ছে আমার মনে হয়, এ ব্যাপারে সরকার প্রয়োজনীয় উদ্যোগ ও ব্যবস্থা গ্রহণ করবে।