ভাংতি টাকার জন্য ট্রেনযাত্রীর মাথা ফাটালেন রেলকর্মী

  • আপডেট: ০১:৩১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯
  • ২৬

অনলাইন ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টিকিট কাটার পর ভাংতি টাকা নিয়ে বাকবিতণ্ডায় মোস্তাফিজুর রহমান জনি নামে এক যাত্রীর মাথা ফাটিয়ে দিলেন রেলকর্মী (রেলওয়ে সিগন্যাল মেইনটেন্যান্স) ইসমাঈল।

বৃহস্পতিবার দুপুরে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের টিকিট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।

আহত মোস্তাফিজুর রহমান জনি পৌরশহরের নারায়ণপুর গ্রামের বাসিন্দা।

এ ঘটনার খবর পেয়ে জনির আত্মীয়-স্বজনরা রেলওয়ে স্টেশনে আসলে রেলওয়ে কর্মচারী শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় রেলওয়ে জিআরপি পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আখাউড়া বুকিং সহকারী সুজন ও ইসমাঈলকে আটক করে থানায় নিয়ে যায় রেলওয়ে পুলিশ।

আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওই দু’জন রেল কর্মচারীকে আটক করা হয়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. খলিলুর রহমান বলেন, ট্রেনযাত্রীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছে কি না বিষয়টি তদন্ত করা হবে।

Tag :
সর্বাধিক পঠিত

ফরিদগঞ্জে গণপিটুনিতে যুবকের মৃত্যু

ভাংতি টাকার জন্য ট্রেনযাত্রীর মাথা ফাটালেন রেলকর্মী

আপডেট: ০১:৩১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯

অনলাইন ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টিকিট কাটার পর ভাংতি টাকা নিয়ে বাকবিতণ্ডায় মোস্তাফিজুর রহমান জনি নামে এক যাত্রীর মাথা ফাটিয়ে দিলেন রেলকর্মী (রেলওয়ে সিগন্যাল মেইনটেন্যান্স) ইসমাঈল।

বৃহস্পতিবার দুপুরে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের টিকিট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।

আহত মোস্তাফিজুর রহমান জনি পৌরশহরের নারায়ণপুর গ্রামের বাসিন্দা।

এ ঘটনার খবর পেয়ে জনির আত্মীয়-স্বজনরা রেলওয়ে স্টেশনে আসলে রেলওয়ে কর্মচারী শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় রেলওয়ে জিআরপি পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আখাউড়া বুকিং সহকারী সুজন ও ইসমাঈলকে আটক করে থানায় নিয়ে যায় রেলওয়ে পুলিশ।

আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওই দু’জন রেল কর্মচারীকে আটক করা হয়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. খলিলুর রহমান বলেন, ট্রেনযাত্রীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছে কি না বিষয়টি তদন্ত করা হবে।