নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জে ধান কাটতে গিয়ে সাপের কামড়ে মো. সোহাগ হোসেন (৩২) নামের কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের দিকচাইল গ্রামের কৃষি মাঠে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মজিব জানান, এদিন শ্রমিকদের সাথে ধান কাটেন মো. সোহাগ হোসেন।
দুপরে ধানকাটা অবস্থায় হঠাৎ করে তাঁকে বিষধর সাপে কামড় দেয়। এসময় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে।