নিজস্ব প্রতিনিধি
হাজীগঞ্জে মরহুম আলী আহম্মদ প্রধানিয়া পরিবারের পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
২৪ এপ্রিল রবিবার বিকালে হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের অলিপুর গ্রামে অসহায় প্রতিবন্ধী বৃদ্ধাকে এ হুইল চেয়ার বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানিয়া সুমন, মরহুম আলহাজ্ব আলী আহম্মদ প্রধানিয়ার ছেলে শরীফ প্রধানিয়া, সদর ইউনিয়ন পশ্চিম শাখা যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন মুন্সী।
ওই ইউনিয়নের বাড্ডা প্রধানিয়া বাড়ি মরহুম আলহাজ¦ আলী আহম্মদ প্রধানিয়ার ছেলে হাজী শরীফ প্রধানিয়া পরিবারের পক্ষে এ হুইল চেয়ার পৌঁছে দেন।
হাজী শরীফ প্রধানিয়া বলেন, আমার পিতা মরহুম আলহাজ্ব আলী আহম্মদ প্রধানিয়ার স্মরণে এ ইউনিয়নে প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ, অসহায় দুস্থ মানুষকে সহযোগিতা, দরিদ্র মেয়েদের বিবাহ বন্ধনের ব্যবস্থাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছি।