• ঢাকা
  • রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২২
সর্বশেষ আপডেট : ২৩ এপ্রিল, ২০২২

হাজীগঞ্জে সাইনবোর্ড নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

বিশেষ প্রতিনিধি:

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে সাইনবোর্ড নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. আব্দুল মতিন নামের (৫৫) একজনের মৃত্যু হয়েছে। শনিবার বিকাল ৫টার দিকে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ একটি মার্কেটে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মতিন পৌরসভাধীন দক্ষিণ রান্ধুনীমূড়া গ্রামের হাজারি বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক।

জানা গেছে, এদিন বিকালে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ একটি মার্কেটের তিনতলা থেকে জুতার দোকানের সাইনবোর্ড নামাচ্ছিলেন (অপসারণ) আব্দুল মতিন। এ সময় তিনি হঠাৎ করে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা বলেন, হাসপাতালে আনার পূর্বেই আব্দুল মতিনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশি হেফাজতে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • হাজীগঞ্জ এর আরও খবর
error: Content is protected !!