• ঢাকা
  • রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২২
সর্বশেষ আপডেট : ১৪ এপ্রিল, ২০২২

হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

নিজস্ব প্রতিনিধি॥
করোনা মহামারির কারণে গত দুই বছর বন্ধ থাকার পর এবার সুস্থ সময়ের প্রত্যাশায় মঙ্গলবার্তা ছড়িয়ে শুরু হয়েছে ১৪২৯ সনের বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রা। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়েছে। শোভাযাত্রা মৃত্যুঞ্জয়ী মুজিব চত্ত্বর থেকে শুরু হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহড়াসড়ক ঘুরে পুনরায় মৃত্যুঞ্জয়ী মুজিব চত্ত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় স্থান পেয়েছে। বরাবরের মতো সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক, শিার্থী ও বিভিন্ন স্তরের মানুষ শোভাযাত্রায় অংশ নিয়েছেন।

ইউনেস্কোর ‘মানবতার স্পর্শাতীত সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে ঘোষিত মঙ্গল শোভাযাত্রার এবারের স্লোগান হচ্ছে- ‘নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’।

শোভাযাত্রা শেষে উপজেলা মিলনায়তনে বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়। বর্ষবরণ উৎসবে উপজেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

নববর্ষের মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মেহেদি হাছান মানিক, অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, উপজেলা প্রকৌশলি রেজওয়ানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু ছাইদ, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ, হাজীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আজাদ মজুমদার, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, পৌর কাউন্সিলর সুমন তপদার, মনির হোসেন কাজী, হাজী কবির হোসেন কাজী প্রমূখ।

অনুষ্ঠান পরিচলনা করেন যৌথভাবে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক মো. কামাল হোসেন ও উচ্চঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা লুৎফুন নাহার।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • সারা দেশ এর আরও খবর
error: Content is protected !!