চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার আহাম্মদপুর চৌরাস্তায় জাতীয় যুয সংহতির প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা লায়ন এটিএম রফিকের স্মরনে ১ শ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় বিতরনকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল মুড়ি,ছোলা,খেজুর,ডাল,চিনি,আলুসহ অন্যান্য ইফতার সামগ্রী। বাংলাদেশ জনশক্তির চেয়ারম্যান
এটিনএম রাহাত মোহাম্মদ এর সহায়তায় ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম, পল্লীটিভির চেয়ারম্যানের এডভাইজার জে এইচ টিপু,৯ নং গন্ধ্যপুর (উ:) ইউপির প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, ইউপি সদস্য হানিফ সর্দার, বিশিষ্ট্য ব্যবসায়ী মনির হোসেন প্রমূখ। ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব সমাজ সবেক সোহরাব হোসেন জিসান।
সবশেষে এটি এম রফিকের স্মরনে বিশেষ দোয়া করা হয়।