নিজস্ব প্রতিনিধি॥
হাজীগঞ্জের মালিগাঁও উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ও মো. মনির হোসেন।
১২ এপ্রিল মঙ্গলবার বিদ্যালয় হল রুমে ম্যানেজিং কমিটির নব-নির্বাচিত সদস্য’ দাতা সদস্য, হিতৈষী সদস্য, বিদ্যোৎসাহী সদস্যদের প্রত্যক্ষ সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় মো. মনির হোসেনকে নির্বাচিত ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সুুুনির্মল দেউড়ী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক সহকারি শিক্ষা অফিসার মো. জাকির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাদাত হোসেন।
এর পূর্বে গত শনিবার উৎসবমুখর পরিবেশে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪১৩ জন ভোটারের মধ্যে ৩০৩ জন অভিভাবক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এরপর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন, নির্বাচনের প্রিসাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী।
নির্বাচনে ৩০৩ ভোটের মধ্যে ২৭৯ ভোট বৈধ ও ২৪ ভোট বাতিল হয়। নির্বাচনে প্রত্যক্ষ ভেঅটে ৬ জন প্রার্থীর মধ্যে ৪ জন এবং সংরক্ষিত নারী অভিভাবক সদস্য বিনাপ্রতিদ্ব›দ্ধীতা নির্বাচিত হন।
প্রত্যক্ষ ভোটে অভিভাবক সদস্য পদে নির্বাচিতরা হলেন, ১৬৪ ভোট পেয়ে প্রথম হয়েছেন আবুল কালাম, ১৪৮ ভোট পেয়ে দ্বিতীয় মাফুজুল হক, ১২৯ ভোট পেয়ে তৃতীয় আব্দুস সাত্তার ও ১৩৩ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন জসিম পাটোয়ারী।