স্টাফ রিপোর্টার॥
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ ও আহমাদ আলী পাটওয়ারী ওয়াকফ এস্টেটের ব্যবসায়ীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৬ এপ্রিল বুধবার হাজীগঞ্জ ফোরামের তত্ত্ববধায়নে বিজনেস পার্ক ফুড লাভারস পার্টি সেন্টারে আহমাদ আলী পাটওয়ারী ওয়াকফ এস্টেটের ব্যবসায়ীদের একাংশের সাথে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌর সভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব উল-আলম লিপন। ইফতারের পূর্বে আলোচনা সভার সভাপতিত্ব করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতাওয়াল্লি মোতাওয়াল্লি, হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. আলমগীর কবির পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের (ভারপ্রাপ্ত) মোতাওয়াল্লী প্রিন্স শাকিল আহমেদ, হাজীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আজহারুল ইসলাম আলম বেপারী, প্যানেল মেয়র আজাদ মজুমদার, ৫নং ওয়ার্ড কাউন্সিলর সুমন তপদার, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শাহ আলম,৭নং ওয়ার্ড কাউন্সিলর মনির কাজী, ৮নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব কবির কাজী, ১২নং ওয়ার্ড কাউন্সিলর শাহ আলম, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের ম্যানেজার শাহআলম, হাজীগঞ্জ ফোরামের সদস্য সচিব এস এম চিশতী, শরীফুল ইসলাম, শুকুর আলম আরিফ মারওয়ান।
ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করেন হাজীগঞ্জ ফোরামের সদস্য জাহিদ হাছান।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আ. রউফ।