নিজস্ব প্রতিনিধি:
হাজীগঞ্জে ইউপি চেয়ারম্যান হিসাবে টানা দ্বিতীয়বার দায়িত্বভার গ্রহণ করলেন কালচোঁ দক্ষিণ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন।
বুধবার বিকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে তিনি তাঁর দায়িত্বভার গ্রহণ করেন। এছাড়াও একই অনুষ্ঠানে বিগত পরিষদ থেকে বিদায়ী ইউপি সদস্যদের বিদায় সংবর্ধণা ও নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করেন গোলাম মোস্তফা স্বপন।
দায়িত্ব গ্রহণ শেষে নব-নির্বাচিত ইউপি সদস্যরা, পরিষদের সচিব ও কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত লোকজন নব-নির্বাচিত চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপনকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় ইউনিয়নবাসীর ভালোবাসা ও ফুলে ফুলে সিক্ত হন জনপ্রিয় এই জনপ্রতিনিধি। এরপর বর্তমান পরিষদের সদস্য ও সচিবসহ কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে মতবিনিময় করেন গোলাম মোস্তফা স্বপন।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর (২০২১) অনুষ্ঠিত কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোলাম মোস্তফা স্বপন স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে টানা দ্বিতীয়বারের মতো ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি ২০১৬ সালেও স্বতন্ত্র প্রার্থী হিসাবে একই প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে প্রথমবারের মতো ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।