গাজী মহিনউদ্দিন:
হাজীগঞ্জে দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ৫৫জন। পাশের হার ৯৩.২৭ ভাগ। ৮৩টি প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। এর মধ্যে শতভাগ পাশ করেছে ৬ মাদ্রাসার শিক্ষার্থীরা। মাদ্রাসাগুলো হলো হাজীগঞ্জ দারুল উলুম আহমাদীয় কামিল মাদরাসা, নওহাটা ফাজিল মাদ্রাসা, রাজাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা, মুকবুল আহমেদ ইসমাইলিয়া দাখিল মাদ্রাসা, হাজেরা আলী ক্যাডেট মাদ্রাসা ও আলী আহমেদ ইসলামী একাডেমি দাখিল মাদরাসা।
হাজীগঞ্জে ২৩টি মাদরাসা থেকে পরীক্ষা দিয়েছে ১১২৩জন উত্তীর্ণ হয়েছে ১০৪৭জন। সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে ৫৫জন, এ- ৩৩৯জন, এ মাইনাস- ২৮৩জন, বি- ২২৮জন, সি-১৩৯, ডি- ৩জন। ফলাফলের দিক দিয়ে হাজীগঞ্জ উপজেলায় শীর্ষ স্থানে রয়েছে হাজীগঞ্জ দারুল উলুম আহমাদীয় কামিল মাদরাসা।
এ প্রতিষ্ঠান থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে ৮৩জন শিক্ষার্থী। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮জন, এ- ৩৩জন, এ মাইনাস- ১৫, বি- ১৩জন, সি- ৩জন, ডি- ১জন, পাশের হার শতভাগ।